নয়াদিল্লিঃ জেসারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মহাত্মা গান্ধির জন্মের সার্ধশতবর্ষ৷ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মহাত্মা গান্ধির জন্মের সার্ধশতবর্ষ উদযাপনে ছিল যেন চাঁদের হাট। বলি বাদশা শাহরুখ খান থেকে পারফেকশনিস্ট আমির খান,
কঙ্গনা রানাওয়াত, একতা কপূর, অশ্বিনী আইয়ার তিওয়ারি থেকে করণ জোহর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ভিকি কৌশল, সোনম কপূর, অনুরাগ বসু, ইমতিয়াজ আলি-সহ হাজির ছিল অনেক নামী দামি তারকাই। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মহাত্মা গান্ধির
আদর্শকে শিরা-উপশিরায় অনুভব করুক গোটা দেশ। পরিবর্তন আসুক চিন্তাধারায়, চলার পথে, ব্যবহারে-আচরণে, সার্বিক সত্তায়। এই গুরুদায়িত্ব নিতে হবে ভারতীয় চলচ্চিত্র জগতকে, এমনই বার্তা দিলেন তিনি। সিনেমার মাধ্যমে গান্ধিজির আদর্শকে ছড়িয়ে
দিতে হবে কোটি কোটি ভারতবাসীর মধ্যে। গেঁথে দিতে হবে তাঁদের মনে। তবেই আসবে অন্তরাত্মায় বদল। এই ভাবনার পূর্তি উপলক্ষ্যেই শনিবার একটা গোটা সন্ধ্যা বলিউড তারকাদের সঙ্গেই কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলি তারকাদের
প্রায় প্রত্যেকেই প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এই পরিবর্তনের লক্ষ্যে অঙ্গীকার করেন। নরেন্দ্র মোদি বলেন, “মহাত্মা গান্ধী ছিলেন সামাজিক ও অর্জিত মানবপ্রতিভার এক অনন্য উদাহরণ। তাঁর সৃজনশীলতার তুলনা ছিল না। জাতির
চেতনাকে জাগ্রত করার জন্য এই সৃজনশীলতার প্রয়োজন রয়েছে। সিনেমা ও টেলিভিশন জগতের ব্যক্তিত্বরা মহাত্মা গান্ধীর আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। আগামী দিনেও তাঁরা সকলকে এই বার্তা দিন এটাই আমাদের লক্ষ্য। ” দেখুন ভিডিও –