গোটা দেশ এখন গোলাপি জ্বরে কাবু। ২২ নভেম্বর গোটা দেশ সাক্ষী থাকবে ভারতের মাটিতে প্রথম গোলাপি বল টেস্ট ম্যাচের। যে ম্যাচ খেলবে ভারত-বাংলাদেশ টিম। আর সেই ম্যাচেরই সাক্ষী থাকতে আসছেন বঙ্গতনয়া রানি মুখোপাধ্যায়। নানা কর্মব্যস্ততার মাঝেও ইডেনে বসে গোলাপি ম্যাচ দেখার সুযোগ একেবারেই মিস করতে চান না তিনি। তবে উদ্দ্যেশ্য শুধু খেলা দেখা নয়! একই সঙ্গে ইডেনে নিজের আগামী ছবি ‘মর্দানি ২’-এর প্রচারও সারবেন বলে জানা গিয়েছে। সম্প্রতি ‘মর্দানি ২’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন রানি। যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘মর্দানি ২’ মুক্তি পাবে ১৩ ডিসেম্বর। রানি অভিনীত ২০১৪ সালের ‘মর্দানি’ ছবির সিক্যুয়েল ‘মর্দানি ২’। আগের ছবির বিষয় ছিল নারী পাচার। যেই ছবি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সিনেমহলে। ধর্ষণের মতো জ্বলন্ত বিষয় নিয়ে তৈরি হয়েছে এই ছবি। আগের বার ছবির প্রচারে এসে ‘দাদাগিরি’-র মঞ্চে নিজের ছবি, নিজের চরিত্রে নিয়ে বলার পাশাপাশি সেদিন তিনি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন যে, এই প্রথম তিনি ইডেনে বসে ক্রিকেট খেলা দেখতে আসবেন। ভালো স্মৃতি নিয়ে মুম্বই ফেরার আশাও রেখেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “আশা করছি ভাল স্মৃতি নিয়ে ফিরব।” ‘মর্দানি ২’-এর প্রচারে এসে নিছক মজার ছলেই রানি জানিয়েছিলেন যে আগের ছবিতে তিনি স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দা অফিসার ছিলেন। এই ছবিতে তিনি পুলিশ অফিসার। অর্থাৎ, এবার তাঁর পদোন্নতি হয়েছে।