করোনার জেরে গোটা দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই কঠিন পরিস্থিতিতে গৃহবন্দি বলিউডের প্রায় সব তারকাই। এই সময় গোয়ার বাড়িতে আটকে পড়লেন বলিউড অভিনেত্রী নাফিসা আলি। ৬৩ বছরের এই অভিনেত্রী একজন ক্যানসার-জয়ী। তিনি জানিয়েছেন, ‘গত ছয়দিন ধরে সব দোকানপাট বন্ধ। আমি একজন ক্যানসার সারভাইভার। ফলে আমার পর্যাপ্ত খাবারের প্রয়োজন। গত কয়েকদিন ধরে শুকনো রেশন ঘরের মধ্যে মজুত ছিল, তাই দিয়ে চালিয়েছি। তবে এই কটা দিন কোনও সবজি বা তাজা ফল ছিল না। আমরা একাবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছি। মানুষজন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি মরজিমে থাকি, সেখানকার অবস্থা বেশ শোচনীয়। তবে পানজিম স্বাভাবিক’। বর্তমানে নাফিসার মেয়ের পরিবারও রয়েছে সেখানে। তাঁর মেয়ে পরিবার নিয়ে দিল্লিতে থাকেন। গোয়ায় ছুটি কাটাতে এসে লকডাউনের কারণে আটকে পড়েছেন।বর্তমানে স্যুপ খেয়েই থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে ওষুধের মজুত প্রায় শেষের দিকে। দোকান বন্ধ থাকায় ওষুধ কীভাবে পাবেন, সেই নিয়ে চিন্তিত তিনি। কুরিয়র সার্ভিস বন্ধ থাকায় বড়িতে ওষুধ দেওয়ারও ব্যবস্থা এখন বন্ধ। এই অবস্থায় কী করণীয় তাঁর, তা নিয়ে ভাবনার শেষ নেই নাফিসার। যে ওষুধগুলি তিনি খান, সেগুলি মরজিমের ওষুধের দোকানে পাওয়া যায় না। সেগুলি গোয়ার রাজধানীতেই মেলে বলে তিনি উল্লেখ করেছেন। তবে সে উপায়ও নেই। কারণ লকডাউনের জেরে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।অন্যদিকে, তিনি জানিয়েছেন চূড়ান্ত অসুবিধার মধ্যেও তিনি ও তাঁর পরিবার সুস্থ রয়েছেন। বলিউড অভিনেত্রী আরও জানান, সুইতজারল্যান্ড থেকে ফেরার পর তাঁর ভাইজি কোভিড ১৯-এ আক্রান্ত হন। বেঙ্গালুরুতে গিয়ে তিনি করোনার পরীক্ষা করালে জানতে পারেন, কোভিড ১৯-এ আক্রান্ত তিনি। তবে বর্তমানে চিকিৎসার ফলে তাঁর ভাইজি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন বলেও জানান বলিউড অভিনেত্রী।