জেএনইউ-র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোয় দীপিকাকে বয়কটের ডাক একাধিক সংগঠনের

সোমবার থেকে দিল্লিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এক অ্যাসিড-আক্রান্ত তরুণীর ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে তাঁর আগামী নতুন ছবি ‘ছপাক’-এর প্রচারেই তিনি দিল্লি এসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউ প্রাক্তনী এবং শিক্ষক সংগঠনের প্রতিবাদ সভা ছিল। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলায় জখম হন একাধিক পড়ুয়া ও শিক্ষক। সেই হামলার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বিজেপি ও আর এস এস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে । হামলার প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে সভা করে আক্রান্ত পড়ুয়ারা। ছাত্র সংসদের আহত নেত্রী ঐশী ঘোষ-সহ প্রতিবাদী ছাত্রছাত্রীরাও ছিলেন। মঙ্গলবার সন্ধে নাগাদ জেএনইউ-এর ক্যাম্পাসে পৌঁছে যান দীপিকা৷  সেখানে কানহাইয়া কুমারের পাশে দেখা যায় অভিনেত্রীকে। তবে দীপিকা সভায় হামলার ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি। জেএনইউ-য়ের সবরমতি টি-স্টলের সামনে পড়ুয়াদের প্রতিবাদী সভায় দেখা গেল ‘ছপাক’  অভিনেত্রীকে। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতে ছড়িয়ে পড়েছে। জেএনইউর ঘটনায় ছাত্র ইউনিয়নের পক্ষে সংহতি জানাতে ও ছাত্র-শিক্ষকদের উপর হামলার নিন্দায় বিশ্ববিদ্যালয়ের সবরমতী হস্টেলে যান তিনি। জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় বিজেপির ক্ষোভে মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ বামপন্থী ছাত্র-ছাত্রীদের সেই সভায় দীপিকা উপস্থিত থাকায় তাঁর আগামী ছবি ‘ছপাক’ বয়কটের ডাক দিয়ে টুইটারে একাধিক পোস্ট হয় । এই ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলল দিল্লি বিজেপি ইউনিট। দিল্লি বিজেপির পক্ষ থেকে দীপিকার সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়েছে। দিল্লি বিজেপির মুখপাত্র তেজিন্দার পাল সিংহ বগ্গা ‘টুকরে টুকরে গ্যাং’-এর সমর্থনে দাঁড়ানোর অভিযোগ এনে দীপিকার সমস্ত ছবি বয়কট করার ডাক দিলেন। ট্যুইট করে বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বগ্গা লেখেন, ‘বয়কট করুন দীপিকা পাড়ুকোনের সিনেমা …’ । প্রথমদিন থেকেই জেএনইউ কাণ্ড নিয়ে সরব হয়েছেন বলিউডের একাংশ৷ অভিনেত্রী স্বরা ভাস্কর থেকে শুরু করে দিয়া মির্জা, তাপসী পান্নু, ট্যুইঙ্কল খান্না, জেনিলিয়া ডিস্যুজার মতো নামি-দামী বলিউড তারকারা গর্জে উঠেছেন৷ প্রতিবাদের সুরে ভেসেছেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজের মতো বলিউডের পরিচালকেরা৷ এবার সেই তালিকাতেই নাম লিখিয়ে ফেললেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ বলিউডের ডাকসাইটেরা যখন ‘নীরব’, দীপিকা পাড়ুকোন এলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। যার জন্য কটু কথাও শুনতে হয়েছে অভিনেত্রীকে। মঙ্গলবার দীপিকা জেএনইউতে পা রাখলেই অনেকে ‘ছপাক’-এর প্রচার কিংবা ‘অভিনেত্রীর স্মার্ট জনসংযোগ’ বলে কটাক্ষ করেছেন। অনেকে আবার এও বলেছেন যে, “সামনেই ‘ছপাক’ মুক্তি। তাই সশরীরের আক্রান্ত ঐশী ঘোষের সঙ্গে দেখা করে সিনেমার প্রচার করে গেলেন।” টুইটারে দীপিকাকে বয়কট করার হ্যাশট্যাগও ট্রেন্ডিং! সেখান থেকে দাঁড়িয়েই দীপিকা মন জয় করেছেন অনুরাগীদের। তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের তাবড় পরিচালক অনুরাগ কাশ্যপ। নেটিজেনদের একহাত নিয়ে ‘ছপাক’ প্রসঙ্গের উত্থাপন করেই পাড়ুকোনের সমর্থনে অনুরাগ টুইটারে লেখেন, “নিন্দুকরা ভুলে যাবেন না যে দীপিকা কিন্তু অভিনেত্রীর পাশাপাশি এই ‘ছপাক’-এর প্রযোজকও। অতঃপর, বয়কটের জেরে লোকসান হওয়ার আশঙ্কাও থাকলেও তিনি কিন্তু গিয়েছেন। অসংখ্য শ্রদ্ধা দীপিকা তোমাকে।” পাশাপাশি পরিচালক দীপিকার ছবি দেখার জন্য অনুরাগীদের আমন্ত্রণও জানান, “যাঁরা হিংসা-হানাহানির বিরুদ্ধে তারা অবশ্যই ‘ছপাক’ দেখুন।”

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় কেউ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ছপাক’ বয়কটের ডাক দেন৷ কেউ বলতে শুরু করেন, বিবেকানন্দের মূর্তি যখন ভেঙে ফেলা হয়, সেই সময় দীপিকা কোথায় ছিলেন? জেএনইউ-তে গুন্ডাদের সমর্থন করছেন, আফজল গুরুকেও সমর্থন করছেন দীপিকা৷ এমন মন্তব্যও করতে শুরু করেন অনেকে৷ সোশ্যাল ইস্যু নিয়ে ‘ছপাক’ তৈরি করেছেন দীপিকা, সেই কারণেই কি তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হলেন? এমন প্রশ্নও তুলতে শুরু করেন অনেকে৷ কেউ কেউ দীপিকাকে এবার থেকে আর কোনও বিষয়ে সমর্থন করবেন না বলে স্পষ্ট জানান৷ কেউ কেউ আবার দীপিকাকে টুকরে টুকরে গ্যাঙ-এর সদস্য বলেও কটাক্ষ করতে শুরু করেন৷ কেউ আবার বলতে শুরু করেন, বাম ছাত্র সংগঠনের পাশে দাঁড়িয়ে টুকরে টুকরে গ্যাঙকে সমর্থন করছেন দীপিকা, অথচ এবিভিপি-র কেউ কেউ ওইদিন আহত হন, তাঁদের সমর্থনে কেন অভিনেত্রী মুখ খুললেন না বলেও প্রশ্ন তোলেন অনেকে৷ কেউ কেউ বলতে শুরু করেন, দীপিকার পি আর টিম এবার তাঁকে ভুল পথে নিয়ে গিয়েছেন৷ তাই ‘ছপাক’ বয়কট করুন বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে৷ বলিউড এখনও ডি কম্পানি (দাউদ ইব্রাহিমের কম্পানি)-র টাকায় চলে৷ তাই দীপিকাকে বয়কট করুন বলে আক্রমণ করতে শুরু করেন কেউ কেউ৷আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘ছপাক’। তার আগে আজ ছবিটি বয়কটের ডাক দিয়ে একাধিক টুইট হয় ৷  ‘নরেন্দ্র মোদি ফ্যান’ নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয় ‘ছপাক’-এর বদলে ‘তানাজি’ ছবিটি দেখুন । তাঁর (দীপিকা পাড়ুকোন) সম্পর্কে কথা বলা ও তাঁর ছবি দেখা বন্ধ করুন ৷ এছাড়া অনেকে তাঁদের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকেও ছবি বয়কটের ডাক দিয়ে টুইট করেন । প্রতিটি ক্ষেত্রেই #BoycottChhapaak ব্যবহার করে টুইট করে ছবি বয়কটের ডাক দেন। যদিও বয়কট আহ্বান নিয়ে দীপিকা কোনও প্রতিক্রিয়া এখনও জানাননি। তবে নিজের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন ”আমার এটা দেখে খুব গর্ব হচ্ছে, মানুষ আর নিজের মতামত জানাতে ভয় পাচ্ছেন না। যাঁর মত যেমনই হোক, সকলে যে দেশকে নিয়ে ভাবছেন, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করছেন, সেটা খুব বড় কথা। মতামতগুলো স্পষ্ট করে না বললে তো কোনও পরিবর্তন আসবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *