একেবারে অন্যরূপে দেখা যাবে সইফ আলি খানকে। ডার্ক শেডের চরিত্রে অভিনয় করার ইচ্ছে তাঁর বহুদিনের। সেই ইচ্ছেই এবার পূরণ হল সইফের। ‘তানাজি’ ছবিতে পুরোদস্তুর ভিলেনের চরিত্রে দেখা যাবে তাঁকে। সইফের বিরুদ্ধে তলোয়ার ধরতে দেখা যাবে অজয় দেবগনকে। এই দুই অভিনেতার পোস্টারই মুক্তি পেয়েছে। সইফ আলি খানের চরিত্রটির নাম উদয়ভান রাঠোর। মোঘল সেনা প্রধান প্রথম জয় সিংয়ের সেনাবাহিনীতে কাজ করত উদয়ভান। দুর্গ দেখাশোনার কাজ ছিল তার উপর। ঔরঙ্গজেবের মোগল সেনার প্রধান ছিলেন এই জয় সিং। মারাঠাদের বিরুদ্ধে তাঁর ষড়যন্ত্র অনুঘটকের কাজ করেছিল। ছবিতে অজয় দেবগন সুবেদার তানাজি মলিসারের চরিত্রে অভিনয় করছেন। শিবাজির মারাঠি ফৌজের এই যোদ্ধা ছিলেন সুনিপুণ। ভারতীয় ইতিহাসের এই অধ্যায়টি নিয়ে ছবি বানাতে চলেছেন ওম রাউত। সিংহগড় যুদ্ধক্ষেত্র ও মারাঠাদের এই যুদ্ধের কথা উঠে আসবে ছবিতে। ১৬৭০ সালের সিংহগড়ে এই যুদ্ধ হয়েছিল। সিংহগড় দুর্গ যাতে শক্রুদের হাতে না যায়, তার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিলেন তানাজি। সেই যুদ্ধেই প্রাণ দিয়েছিলেন এই বীর যোদ্ধা। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন অকুতোভয়। এই বীর যোদ্ধার কথাই নিজের ছবিতে তুলে ধরবেন অজয় দেবগন। অজয় দেবগন ও সইফ আলি খান ছাড়াও ছবিতে রয়েছেন কাজল। ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।‘তানাজি’ ছবিটি অজয় ও সইফের একসঙ্গে চতুর্থ ছবি।