ধর্মীয় জমায়েত না করে ঘরে থাকার আবেদন জানালেন এ আর রহমান

করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এর মধ্যে দিল্লির নিজামউদ্দিন এলাকায় ধর্মীয় সভায় যোগ দেন বহু মানুষ। আর তারপরই কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তেলাঙ্গানার কয়েকজন বাসিন্দার। এরপরই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সরকারের পরামর্শ মেনে চলার জন্য ভক্তদের কাছে আবেদন করেছেন সংগীত পরিচালক এ আর রহমান। তিনি বলেন, ধর্মীয় স্থানে জমায়েত করে পরিস্থিতি জটিল করার সময় এটা নয়। টুইটারে রহমান লেখেন, “এই সময় সব বিভেদ ভুলে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এক হতে হবে । এই সময় শুধু মানবিকতাকে কাজে লাগাতে হবে । প্রতিবেশী, বয়স্ক, শ্রমিক এবং পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে হবে।” ফ্যানদের প্রতি তাঁর বার্তা, “ভগবান তোমার হৃদয়ে রয়েছে। তাই এখন ধর্মীয় স্থানে জমায়েত করার সময় নয়। সরকারের পরামর্শ শুনে কয়েক সপ্তাহের জন্য আইসোলেশনে চলে যাও। ভাইরাসকে ছড়িয়ে দিও না।” গুজব না ছড়ানোরও আবেদন করেন তিনি। এই সময় আরও চিন্তাশীল হওয়ার প্রয়োজন বলেও মনে করেন তিনি। কারণ হিসেবে তিনি লেখেন, “অনেকেরই জীবন এখন আমাদের হাতে।” টুইটারে ফ্যানেদের প্রতি আবেদন জানানোর পাশাপাশি চিকিৎসক, নার্স, সকল স্বাস্থ্যকর্মীদের তাদের সাহসিকতা ও নিঃস্বার্থভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এ আর রহমান। রহমানের এই বক্তব্যকে সমর্থন জানান অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *