গোটা বিশ্বের কাছে রোম্যান্স কিং তিনি। বহু নারীর স্বপ্নের পুরুষ বলিউড বাদশাহ।টিভি সিরিয়াল দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরুখ । এরপর বলিউডে একাধিক ছবি করেছেন তিনি । বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল ছবিগুলি । কিন্তু, প্রথমবার যখন নিজেকে স্ক্রিনে দেখেছিলেন তখন একেবারেই ভালো লাগেনি তাঁর । “আমাকে দেখতে খুব বাজে ।” প্রথমবার নিজেকে অনস্ক্রিনে দেখার পর এই প্রতিক্রিয়াই দিয়েছিলেন শাহরুখ খান । ভেবেছিলেন আর অভিনয় করবেন না তিনি । আর এত খ্যাতি পাওয়ার পরও নিজেকে ‘স্টার’ বলে মনে করেন না তিনি। শাহরুখ বলেন, “প্রথমবার যখন আমি নিজেকে স্ক্রিনে দেখেছিলাম তখন জানতে পেরেছিলাম যে আমাকে কতটা খারাপ দেখতে । ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবিতে আমাকে খুব বাজে দেখতে ছিল । চুল ছিল খুব বাজে । এমনকী, জুহি চাওলা, নান পাটেকার ও অমৃতা সিংয়ের মতো অভিনেতাদের সামনে আমার অভিনয় খুব খারাপ ছিল । এসব দেখে আমি বিমানবন্দরে চলে গিয়েছিলাম । ভেবেছিলাম আমি কখনও অভিনেতা হতে পারব না । তখন জুহি আর আজিজ আমাকে বুঝিয়েছিল । বলেছিল ফাইনাল ভালো হবে । কিন্তু, তা কখনওই হয়নি । তবুও যে মানুষ আমাকে এতটা ভালোবাসে সেটাই বড় বিষয় ।” তিনি এও বলেন, “আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে । কোনও কিছু না ভেবেই মুম্বই শহরে পা রেখেছিলাম । একজন সফল অভিনেতা হয়েছি । সারা বিশ্বের মানুষ আমাকে ভালোবাসে । এটা শুধুমাত্রই স্বপ্নে সম্ভব হয় । আমি এটা কখনও ভাবিনি । এখনও কঠিন সময়ে বিশ্বাস করি । নিজেকে তারকা বলে মনে করি না । কিন্তু, কখনও তারকাদের মতো ব্যবহার করে ফেলি । যা একেবারেই ভালো নয় । তবে আমি আমার কাজকে ভালোবাসি ।”