১৯৮৩ সালে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে ২০২০ সালে মুক্তি পাবে ‘৮৩’। বজরঙ্গি ভাইজান খ্যাত পরিচালক কবির খানের নির্দেশনায় ‘৮৩’ সিনেমাটি তৈরি হয়েছে। ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। প্রথমদিকেই অভিনেতা নিজের লুক শেয়ার করেছেন। এখন ধীরে ধীরে ‘৮৩’-এর বাকি সদস্যদের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে চলেছে। কপিল দেবের পর দেখা গেল বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভ সুনীল গাভাস্কারকে। এই ক্রিকেটারের ভূমিকায় দেখা যাচ্ছে তাহির রাজ ভাসিনকে। এর আগে তাঁকে মারদানি, ছিচোরে, ফোর্স ২, মান্তোর মতো ছবিতে দেখা গিয়েছে। ব্যাট হাতে গাভাসকেরর শট নেওয়ার মুহূর্তটি পোস্টার হিসেবে প্রকাশ করা হয়েছে।রণবীর কিংবদন্তি গাভাসকরের চরিত্রে তাহিরের ছবি পোস্ট করে লিখেছেন, ‘তাহির রাজ ভাসিন-কে দেখা যাবে দ্য লিটিল মাস্টার সুনীল গাভাস্কারের রুপে।’ এদিকে, ছবির নতুন পোস্টারও সামনে এনেছেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘শীঘ্রই আসছে ৮৩’। এভাবেই ৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্যের প্রত্যেকের ক্যারেক্টার পোস্টার লঞ্চ করার ভাবনা প্রযোজক-পরিচালক।প্রাক্তন অধিনায়কের চরিত্রে অভিনয় করতে কম পরিশ্রম করতে হয়নি তাঁকে। কপিল দেব এবং রণবীর সিংকে একসঙ্গে ক্রিকেট খেলতেও দেখা গিয়েছে। যেখানে তিনি অভিনেতাকে তাঁর নটরাজ শট দেখাচ্ছেন। এমনকি কপিল দেবের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে অভিনেতা এই ক্রিকেট তারকার সঙ্গে ১০ দিন থেকেছেন। ছোট থেকে বড় সমস্ত কিছুই লক্ষ্য করেছিলেন রণবীর। এক সাক্ষাতকারে তিনি জানান, হাতে পেন এবং একটি ডায়েরি নিয়ে বসে যেতাম। কপিল স্যার যা বলতেন সমস্তটা নোট করতাম।তবে শুধু রণবীরই নন, গোটা ‘৮৩’-এর টিমকে প্রশিক্ষণ দিয়েছেন সেই সময়কার বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকারা। রণবীর সিং ছাড়াও রয়েছেন তাহির রাজ ভাসিন, হার্ডি সান্ধু, জিভা, অ্যামি ভির্ক সাকিব সালিম, যতীন সার্না, পঙ্কজ ত্রিপাঠি, চিরাগ পাতিল, দীপিকা পাডুকোন এবং অন্যান্য কলাকুশলীরা। ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল।