সাত দশক আগে দেশে সংবিধান কার্যকর হয়েছিল এই ২৬ জানুয়ারি। আর সেই সংবিধানকে লঙ্ঘন করে নাগরিকত্ব আইন আনা হয়েছে বলে অভিযোগ করে বেশ কিছুদিন ধরে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। সেই কারণেই এই বিশেষ দিনটিকে CAA-র বিরুদ্ধে প্রতিবাদের জন্য বেছে নিয়েছে বাংলার বিদ্বজ্জনেরা।এ রাজ্যে CAA-র প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে পাহাড় – সর্বত্র তিনি CAA, NRC ও NPR-এর বিরুদ্ধে পদযাত্রায় শামিল হয়েছেন। চুপ করে বসে থাকেননি বাংলার বিদ্বজ্জনেরাও। নানা সময়ে তাঁদের প্রতিবাদে অংশ নিতে দেখা গিয়েছে। এ বার তাঁরা গর্জে উঠলেন প্রজাতন্ত্র দিবসে। প্রজাতন্ত্র দিবস পালনেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের সুর ঝরে পড়ল বাংলায়। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অপর্ণা সেন, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, অঞ্জন দত্ত-সহ অন্যান্য শিল্পীরা একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন প্রজাতন্ত্র দিবসে। অনুপম রায়ের স্ত্রী তথা সমাজকর্মী পিয়া চক্রবর্তী ট্যুইটারে পোস্ট করেছেন ভিডিয়োটি। তাতে দেখা যাচ্ছে, সৌমিত্র, অপর্ণা, অনির্বাণ, অঞ্জন ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, রত্নাবলী রায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, রূপম ইসলাম, অনুপম রায়, নীতা ঘোষ ও জয়ন্ত কৃপালিনী সংবিধানের ভূমিকা একে একে পড়ছেন।
WE THE PEOPLE OF INDIA
#citizenspeakindia #RepublicDay2020 #RepublicDay #Constitution #ConstitutionofIndia pic.twitter.com/WBhXyecIQS— Piya Chakraborty (@piya_unturned) January 26, 2020