প্রয়াত রামায়ণ সুগ্রীব-বালি শ্যাম সুন্দর কলানি

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা শ্যাম সুন্দর কলানি। ১৯৭৮ সালে রামানন্দ সাগর পরিচালিত রামায়ণ ধারাবাহিকে সুগ্রীব ও বালি -দুই যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। রামায়ণ-খ্যাত অভিনেতার মৃত্যুর খবর ছড়াতেই শোক প্রকাশ করে সিনে মহল। শ্যাম সুন্দর কলানির মৃত্যুর খবরে টুইটারে শোকপ্রকাশ করেন অভিনেতা অরুণ গোভিল। তিনি রামায়ণে রামের চরিত্রে অভিনয় করেন। তিনি লেখেন, “রামানন্দ সাগরের রামায়ণে সুগ্রীবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। খুবই ভালো এবং সত্ মানুষ। তাঁর আত্মার শান্তি কামনা করি।” রামায়ণে লক্ষণের চরিত্রে অভিনয় করা সুনীল লহরীও স্যাম সুন্দর কলানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। টুইট করে তিনি লিখেছেন, “আমাদের সহযোগী শ্যামের মৃত্যু সংবাদে খুবই দুঃখ পেয়েছি ,মর্মাহত। তিনি রামায়ণে বালির এবং সুগ্রীবের পাঠ করেছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারকে শক্তি দিক ঈশ্বর।” দীপিকা চিকলিয়াকে রামায়ণে দেখা গিয়েছিল সীতার ভূমিকায়। এদিন তিনিও টুইট করে বলেন, ‘সুগ্রীবের চরিত্রে অভিনয় করেছিলেন শ্যাম সুন্দর কালানি। তিনি আর নেই। অনেকদিন ধরেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছিলেন তিনি। পেশাগত দিক থেকে কুস্তিগীর ছিলেন।’ প্রসঙ্গত, করোনা ভাইরাসের জেরে সারা দেশ লকডাউনে চলে যাওয়ার পর সম্প্রতি পুন সম্প্রচারিত হচ্ছে রামায়ণ। সকাল ৯টা ও রাত ৯টায় দূরদর্শনে দেখানো হচ্ছে রামায়ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *