বলিউডের ফিট অভিনেত্রীদের মধ্যে তালিকায় রয়েছেন সুস্মিতা সেন, দিশা পাটানি, দীপিকা পাড়ুকোনরা। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন কায়রা আডবানী। এম এস ধোনি ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় কায়রার। প্রথম ছবিতেই জনপ্রিয়তা পায় অভিনেত্রী। লাস্ট স্টোরিজ ওয়েবসিরিজে স্বমেহনের দৃশ্যে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। কবীর সিং-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছেন কায়রা। ইনস্টাগ্রামে মাঝে মাঝেই নিজের জীবনের টুকরো খবর শেয়ার করে থাকেন তিনি। এবার কালো জিম ড্রেসে কিক-বক্সিং করতে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় নতুন এই রূপে অভিনেত্রীকে দেখে খুশি ভক্তরাও। এই মুহূর্তে অক্ষয় কুমারের সঙ্গে লক্ষ্মী বম্ব ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত কায়রা আডবানী।