এক নতুন ধরনের গল্পকে বড়পর্দায় তুলে ধরে দর্শকের মন জয় করে ‘বাধাই হো’। যার জন্য একাধিক জাতীয় পুরস্কারও পায় এই ছবি। ‘বাধাই হো’তে আয়ুষ্মান খুরানা, গজরাজ রাও, নীনা গুপ্তার অভিনয়ে মুগ্ধ হয় দর্শক। এবার সেই ছবির সিকুয়্যাল বানাতে চলেছেন নির্মাতারা। বলিউডের ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ জানিয়েছেন এই খবর। ছবির নাম ‘বাধাই দো’। ‘বধাই হো’-র মতো ‘বধাই দো’ ছবিটিও পারিবারিক গল্পই হতে চলেছে। এটিও একটি অস্বাভাবিক সম্পর্কের কথাই পর্দায় তুলে ধরবে। তবে ‘বধাই হো’র থেকে ‘বধাই দো’ অনেক বেশি মজার ছবি হতে চলেছে। ছবির পরিচালক হর্ষবর্ধন কুলকর্ণি বলেছেন, “জঙ্গল পিকচার্স যে ধরনের ছবি করে, আমি বরাবর এই ধরনের ছবি করতে চাইতাম। তাই এই ছবির অফার যখন আমার কাছে এল, দু’বার ভাবিনি। বধাই হোর মতো এই ছবিটি পারিবারিক গল্প। তবে নতুন গল্প ও স্টারকাস্টের সঙ্গে আসছে সিক্যুয়েল।”‘বধাই হো’ ছবির গল্পকার অক্ষত ঘিলদান এই ছবির গল্পও লিখেছেন। সংলাপ লেখার দায়িত্বও তিনি সামলেছেন। তাঁর সঙ্গে সুমন অধিকারিও ছবির গল্প লিখেছেন। অক্ষত বলেছেন, “সুমন একটা অসাধারণ আইডিয়া নিয়ে এসেছিল। আমি সেই কথা জঙ্গল প্রোডাকশনকে বলি। ওরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারপরই হর্ষকে পরিচালক হিসেবে বেছে নেওয়া হয়।” তবে আয়ুষ্মান-সান্য মালহোত্রা জুটি নয় ‘বাধাই হো’ সিক্যুয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও ও ভূমি পেডনেকার। এই ছবিতে রাজকুমারকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। যিনি আবার মহিলা থানার একমাত্র ছেলে পুলিশ অফিসার হিসাবে কাজ করবেন। এই বিষয়ে অভিনেতা জানিয়েছেন, ‘এর আগেও আমি পুলিশের চরিত্রে অভিনয় করেছি। এই ছবিতে আমার চরিত্রগুলোতে অনেক শেডস রয়েছে, একাধিক কর্মরত মহিলাদের সঙ্গেই কাজ করতে হবে এই ছবিতে।’ এই ছবিতেই ভূমির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে রাজকুমারকে। ছবিটি পরিচালনা করছেন ‘হান্টার’ খ্যাত হর্ষবর্ধন কুলকারানি। এই ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে ভূমি জানান, ‘আমার ক্ষেত্রে চিত্রনাট্যটাই জরুরি। আর এই ছবির গল্পটা আমার খুবই ভালো লেগেছে, তাই এককথায় রাজি হয়ে গিয়েছিলাম। খুবই শক্তিশালী চরিত্র, নতুন ধরনের কাজ করতে সাহায্যে করবে আমাকে। বাস্তবের কিছু বিষয় সুন্দরভাবে উঠে আসবে, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি বলেই আমার মনে হয়েছে। সেইধরনের গল্পই থাকছে বাধাই দো ছবিতে।’ খুব শীঘ্রই শুরু হবে এই ছবির শ্যুটিং। ২০২১-এ মুক্তি পাওয়ার কথা ‘বাধাই দো’।