করোনার মোকাবিলায় কেন্দ্র সরকারের নির্দেশে গোটা দেশ জুড়ে চলেছে টানা ২১ দিনের লকডাউন। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই রয়েছেন ঘরবন্দি। তবে কেন্দ্রের নির্দেশে আগেই লকডাউন ঘোষণা করা হয়েছিল মহারাষ্ট্রে। এই সময়ে নিয়ম মেনে এক সপ্তাহের উপর একবারও ঘরের বাইরে পা রাখেননি মিলিন্দ সোমান। কিন্তু অবশেষে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বেরোতেই হল তাঁকে। যথাযত নিরাপত্তা অবলম্বন করে নাক-মুখ ঢেকেই বাজারে যান মিলিন্দ। নিজের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। পাশাপাশি ফাঁকা শহরের নানা ছবিও পোস্ট করলেন। সেই সঙ্গে ইনস্টাগ্রামে লিখলেন মনের কথা।