প্রথমবার এক সঙ্গে পর্দায় আসতে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা ও গায়ক-অভিনেতা তাহসান খান। জনপ্রিয় নাট্যকার ও পরিচালক সাগর জাহান দুজনকে নিয়ে প্রথমবারের মতো একটি নাটক নির্মাণ করছেন। নাটকের নাম ‘ভালো বাসাবাসি’। নাটকে আদর চরিত্রে অভিনয় করছেন তাহসান খান এবং তার বিপরীতে মিসিসিপি চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, ‘যখন আমরা কারো খুব কেয়ারিংকে মনে করি খুব যন্ত্রণা, সেই যন্ত্রণাকে এড়ানোর জন্য সেই মানুষটির বাইরে গিয়ে অন্য মানুষের কেয়ারিং পেতে চাই, তখন আসলে বুঝি কাছের মানুষের কেয়ারিং বা ভালোবাসাটা আসলে কেমন। এই বিষয়টিকেই উপজীব্য করে নাটকটি নির্মাণের চেষ্টা করছি।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘যে কজন আমার প্রিয় নাট্যনির্মাতা আছেন, যাদের স্ক্রিপ্ট আমার কাছে এলে স্ক্রিপ্ট না পড়েই হ্যাঁ বলে দিই, তার মধ্যে সাগর ভাই অন্যতম একজন। কারণ তার কাজের প্রতি আমার আত্মবিশ্বাস আছে যে কাজটি ভালো হবেই। আর পূর্ণিমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি দারুণ খুশি। নিঃসন্দেহে তিনি গুণী একজন শিল্পী। তার কাজ বাংলাদেশের দর্শক বেশি বেশি দেখতে চান।’ পূর্ণিমা বলেন, ‘এর আগে সাগর ভাইয়ের রচনায় অন্য নির্মাতার পরিচালনায় অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম সাগর ভাইয়ের পরিচালনায় কাজ করছি। সাগর জাহান একজন গুণী নির্মাতা। তার নির্মিত অনেক দর্শকপ্রিয় নাটক আছে। তার নির্মিত কাজগুলো আমিও দেখি। তাই তার নাম শুনে, গল্প শুনে কাজটি আমি করতে রাজি হই। কারণ আমি তো সব সময়ই নাটক করি না। অন্যদিকে তাহসান ভাইও গুণী একজন শিল্পী, তার সঙ্গে প্রথম নাটকে কাজ করছি। আশা করছি কাজটি বেশ উপভোগ্য হয়ে উঠবে।’ সম্প্রতি ঢাকার উত্তরায় নাটকটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারী মাসে ভ্যালেন্টাইন্স দে-র দিন নাটকটি সম্প্রচারিত হবে।