মারণ করোনা আক্রমণ রুখতে দেশে চলছে লকডাউন। প্রশাসন বারবার সকলকে ঘরে থাকার আবেদন জানাচ্ছে। এই পরিস্থিতিতে সকলেই ঘরবন্দি আছেন। তবে এখনও কিছু মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। প্রশাসনের পাশাপাশি তারকারাও বিভিন্নভাবে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিচ্ছেন। মানুষকে সচেতন করার এই উদ্যোগে এগিয়ে এলেন অভিনেতা অঙ্কুশও। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এই বার্তাই বারেবারে সকলের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছেন অঙ্কুশ। বাস্তব জীবনে মজা করতে খুবই ভালোবাসেন অঙ্কুশ। তাই মানুষকে সচেতন করতেও সেই মজার আশ্রয়ই নিলেন তিনি। অঙ্কুশ সকলকে বাড়িতে থাকার অনুরোধ করে একটি ভিডিয়ো পোস্ট করেন। যে ভিডিয়োতে তিনি তাঁর ছবি হরিপদ ব্যান্ডওয়ালার দুটি দৃশ্য এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি অংশ জুড়ে সকলকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ভিডিয়োটি বনিয়েছেন চূড়ান্ত কমেডি করেই। এবং সেই সঙ্গে ভিডিয়োটি সকলকে পুরোটা দেখতে অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই অঙ্কুশ এবং ঐন্দ্রিলা করোনা মোকাবিলায় এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে একটি মজার ছলে একটি ভিডিয়ো করেন। যেখানে অঙ্কুশ ঐন্দ্রিলার কাছে আসতে চায়। তারপরেই তাঁকে ঝাঁটা পেটা করে দূরে সরিয়ে দেয় ঐন্দ্রিলা।