দীর্ঘদিন ধরেই মা আনন্দ শীলার বায়োপিক নিয়ে গুঞ্জন চলছিল। মা আনন্দ শীলার চরিত্রে কাকে দেখা যাবে সে নিয়েও ছিল নানা প্রশ্ন। কিছুদিন আগেই শোনা গিয়েছিল এই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। তবে শেষমেশ প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতেই এই চরিত্রটি গেল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মা আনন্দ শীলার চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা। ছবির প্রযোজকও প্রিয়ঙ্কা নিজেই। প্রিয়ঙ্কা আগেই বলেছিলেন , ব্যারি লেভিনসনের সঙ্গে তিনি একটি ফিচার ফিল্মে কাজ করতে চলেছেন। ছবির চরিত্র নিয়ে প্রিয়ঙ্কা খুবই এক্সসাইটেড। একদিকে অভিনয়, অন্যদিকে প্রযোজনা দুই নিয়ে ভীষন খুশি প্রিয়ঙ্কা। আধ্যাত্মিক গুরু ওশো-র ব্যক্তিগত সচীব মা আনন্দ শীলার জীবনের উপরই ‘শীলা’ নামে তৈরি হতে চলেছে এই সিরিজ। আমাজন প্রাইম ভিডিওর নতুন ড্রামা সিরিজ আসতে চলেছে। গুজরাটে জন্ম শীলা আম্বালাল পটেলের। ১৯৮১ সাল থেক ১৯৮৫ সাল পর্যন্ত ভারতীয় গুরু ওশোর ডান হাত ছিলেন শীলা। সালে ওরেগঁ-তে বায়ো-টেরর অ্যাটাকে দোষী প্রমাণিত হন তিনি। ড্রামা সিরিজটি পরিচালনা করবেন ব্যারি লেভিনসন। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নিক ইয়রবোরো। শীঘ্রই শুরু হবে এর শ্যুটিং। তবে এর আগে এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, ‘এই বিষয়টা সত্যি অসাধারণ এবং আমরা কাজ করছি। এই সিরিজিটি আমি প্রযোজনা করব। এর ক্রেডিট আমি দেব পরিচালক ব্যারি লেভিনসনকে। তিনি আমায় বায়োপিকটির জন্য বেছে নিয়েছেন। পরিচালক এবং প্রযোজকরা এই বিষয়ের ওপর কাজ করেছেন।’ একদিকে যখন মা আনন্দ শীলার জীবনের উপর ছবি তৈরি করছে অ্যামাজন, তখনই অন্যদিকে প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স তৈরি করছে একটি তথ্যচিত্র যেখানে ফুটে উঠবে মা আনন্দ শীলার জীবনের নানা দিক। নেটফ্লিক্সের তথ্যচিত্রে উপস্থিত থাকবেন স্বয়ং আনন্দ শীলা।