ব্যস্ত বাণিজ্যনগরীতে ঘুরে বেড়াচ্ছে ময়ুর-ময়ুরী। প্রকাশ্য রাস্তায় বেশ খোশমেজাজেই ঘুরছে তাঁরা। এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালকিন তথা বলিউডের একদা হার্টথ্রব জুহি চাওলা। কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন মুম্বইয়ের বাবুলনাথ এলাকার খারেঘাট কলোনিতে ময়ুর-ময়ুরীর দল ঘুরে বেড়াচ্ছে। ছবিগুলি ট্যুইটারে শেয়ার করার পরই ভাইরাল হয়। অনেকেই মজার মজার কমেন্ট দিয়েছেন। কেউ লিখেছেন, ‘ওরা মানুষদের খুঁজতে এসেছে’, তো কেউ লিখেছে ‘ওরা ভাবছে দু পায়ের বাঁদরগুলো সব গেল কোথায়?’ কেউ আবার লিখেছেন, ”মানুষ যখন ভাইরাস হয়ে ওঠে তখন করোনাই হল ভ্যাকসিন।” আবার কেউ এই পরিস্থিতি ফাঁকা রাস্তাঘাট, এলাকা সর্বত্রই পাখিদের আনাগোনার ভিডিয়ো পোস্ট করেছেন। উল্লেখ্য, এর আগেও দিল্লির রাস্তায় দেখা গিয়েছে ময়ুরের ঘোরাফেরা। আবার হরিদ্বারে প্রকাশ্য রাস্তায় বেড়িয়েছে হরিণের দল। পুরীর ফাঁকা সমুদ্রসৈকতে হাজার হাজার কচ্ছপ ডিম পাড়তে চলে এসেছিল। এবার দেশের ব্যস্ততম শহরের রাস্তায় ময়ুরের দেখা মেলায় অবাকই হচ্ছেন নেটিজেনরা। প্রসঙ্গত, লন্ডন থেকে ফিরে বাড়িতেই নিজেকে বন্দি রেখেছেন জুহি।
Khareghat Colony , Babulnath … 🍀🍀🍀💕💕💕 pic.twitter.com/GKkOXAXvOO
— Juhi Chawla (@iam_juhi) April 1, 2020