মুখ্যমন্ত্রীর প্রশংসা করে পোস্ট করলেন সৃজিত

দক্ষিণ আফ্রিকা থেকে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শুটিং থেকে ফিরে  পরিচালক সৃজিত মুখার্জি বর্তমানে নির্দেশিকা মেনে সচেতনতা অবলম্বন করে কোয়ারেন্টাইনে রয়েছেন। সৃজিতকে সরাসরি কখনও কোনও রাজনৈতিক দলের নেতা-মন্ত্রী কিংবা কোনও ব্যক্তিত্বকে নিয়ে সেরকম পোস্ট করতে দেখা যায় না। কিন্তু এবার সেই পরিচালকও করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় সৃজিত একটি পোস্টও করেছেন। সম্প্রতি জানবাজারের রাস্তায় মুখ্যমন্ত্রীকে করোনা সংক্রমণ নিয়ে সচেতনবার্তা দিতে দেখা গিয়েছে। রাস্তার উপর দাগ কেটে তিনি বুঝিয়ে দিচ্ছেন, দুই ক্রেতার মাঝের দূরত্বটা ঠিক কতটা হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপাতত ভাইরাল। ধন্য ধন্য করছেন রাজ্যবাসী। নেটিজেনদের মন্তব্য ‘দেখে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী যেন লক্ষ্মণরেখা টানছেন।’ মমতার এমন তৎপরতায় মুগ্ধ হয়ে জনৈক শিল্পী ছবি এঁকে ফেলেছেন। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। অনিকেত মিত্রর আঁকা সেই ছবি শেয়ার করেই সৃজিত লেখেন, “জনগণের স্বার্থে আপনি যা যা করছেন, তা হয়তো পথে না নেমে কোনও সুরক্ষিত আশ্রয় থেকেও করতে পারতেন। কিন্তু করোনা সংক্রমণে যে বয়সকে সবথেকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, সেই বয়সে আপনি সংক্রমণ কিংবা মৃত্যুর মুখে চ্যালেঞ্জ ছুঁড়েও নিজে শারীরিকভাবে নেতৃত্ব প্রদান করছেন। সুতরাং, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও, আপনাকে নিয়ে নানা মিম তৈরি হওয়া সত্ত্বেও, সহস্র বাঁধা পেরিয়েও আপনি যেভাবে কাজ করছেন মানুষ আপনাকে মনে রাখবেই”।

You could've done everything you are doing from the safety of a room. But at an age which is the most vulnerable in…

Posted by Srijit Mukherji on Friday, 27 March 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *