মুম্বইয়ের পুরসভার কর্মচারীদের পাশে দাঁড়ালেন হৃত্বিক

করোনা মোকাবিলায় গোটা মুম্বই শহরটাকে পরিষ্কার রাখতে ব্যস্ত সাফাই কর্মী থেকে পুরসভার অন্যান্য কর্মচারীরা। এবার তাঁদের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। মুম্বইয়ের পুরসভার কর্মচারীদের জন্য প্রয়োজনীয় এন 95 ও এফএফপি 3 মাস্ক কিনলেন হৃত্বিক। করোনা মোকাবিলায় ওই পুরসভার সাফাই কর্মী এবং অন্যান্য কর্মচারীরা যাতে সুস্থ থাকেন তার জন্য এই মাস্ক দান করেছেন অভিনেতা। এই বিষয়ে এদিন টুইট করে হৃত্বিক জানান, ‘মহামারী রোধে মহারাষ্ট্র সরকারের প্রচেষ্টায় আমাকে সহায়তা করার সুযোগ দেওয়ার জন্য আদিত্য উদ্ধব ঠাকরে’র প্রতি কৃতজ্ঞতা জানাই। যার যা সামর্থ্য সেই অনুযায়ী সাহায্য করা এখন আমাদের কর্তব্য।’ আরও একটি টুইটে হৃত্বিক লিখেছেন, ‘মহারাষ্ট্র সরকারের পাশে থাকতে পেরে আমি খুশি। যতটা সম্ভব আমি সাহায্যের চেষ্টা করবো।’ করোনা সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন করেন হৃতিক। এই প্রসঙ্গে তিনি টুইটারে একটি ভিডিও-ও পোস্ট করেন। সেখানে করোনা ভাইরাসকে ঠেকাতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। শুক্রবারও তিনি এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে অভিনেতা বাচ্চাদের বলেছেন, এই পরিস্থিতিতে তাদেরই হাল ধরতে হবে। বাড়ির বড়োরা সমস্ত নির্দেশ উপেক্ষা করে বাড়ির বাইরে যায়। তাদের আটকানোর দায়িত্ব নিতে হবে বাড়ির ছোটদের। তারা যদি বড়দের বুঝিয়ে বলে, তবে বড়োরা সেই কথা ফেলতে পারবে না। বড়দের যদি বলা হয় করোনা সংক্রমণ থেকে বাঁচতে একে অপরের থেকে দূরত্ব বাঞ্ছনীয়, এমনকী বাইরে থেকে বাড়ি ফেরার পর ছোটরাও আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে বড়োরা কথা শুনবে বলেই জনিয়েছেন হৃতিক। সঙ্গে তিনি বাচ্চাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র অনুরোধ অনুসারে করোনা প্রতিরোধে জরুরি পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা যায় হৃত্বিককে। নিজের বাড়ির বাইরে জুহু বিচের সামনে থালা বাজিয়ে বিকেল পাঁচটার সময় শ্রদ্ধা জ্ঞাপন করেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *