মেসবাড়ি বাচানোর লড়াই শুরু মিত্তির বাড়িতে

শহরের শেষ নস্ট্যালজিক মেস বাড়িকে টিকিয়ে রাখা নিয়ে আসছে ‘শেষ মেস’। আগামী ১৭ নভেম্বর ঠিক দুপুর ১টায় জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখা যাবে এই সিনেমা। আদিত্য সেনগুপ্ত পরিচালিত এই ছবিতে হাসির মোড়কে অনেক কঠিন মূল্যবোধের কথা ফুটিয়ে তোলা হয়েছে। এই আদিত্যর আরও একটি পরিচয় রয়েছে। তিনি খেয়ালি দস্তিদার ও অরিন্দম গাঙ্গুলির ছেলে। কলকাতার মিত্তির মেসবাড়িকে কেন্দ্র করে এই ছবি। মেসবাড়ির সেই পুরনো ঘরানা কলকাতা থেকে প্রায় উঠেই গিয়েছে। তবুও এই মিত্তির বাড়িতে তা এখনও খানিক হলেও টিকে রয়েছে। নানা মজাদার পরিবারের বাস সেখানে। তারা নিজেদের মধ্যে ঝগড়া করে, তর্ক করে, গান গায়, নাচ করে, একসঙ্গে খাওয়া দাওয়াও করে। তবে তারা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। মিত্তির বাড়ি এবার তাদের বার্ষিক ক্রীড়া উৎসবের পরিকল্পনা করে। একটা নাটক করারও পরিকল্পনা করে তারা। এরমধ্যে দেখা দেয় আর এক গেরো। এই বাড়ির মালিক মারা যান। যিনি সেই বাড়ি কেনেন, তিনি বাড়িটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এবার মিত্তির বাড়ির বাকি বাসিন্দারা ভাবে ঝগড়া বন্ধ করে তাদের একজোট হওয়ার সময় এসেছে। মিত্তির মেস বাড়ি বাঁচানোর লড়াই শুরু হয়। তাঁদের সেই লড়াই সফল হয় কিনা তা জানার জন্য দেখতে হবে ‘শেষ মেস’। মূল চরিত্রে অভিনয় করেছেন গৌরভ চক্রবর্তী, বাসব দত্ত, অপরাজিতা ঘোষ দাস, অরিন্দম গাঙ্গুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *