সাধারণত দেখা যায় যে, বাবা-মায়ের অনুপ্রেরণায় বা সাহায্যে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন ছেলেমেয়েরা। কিন্তু, এবার উলটে গেল সেই ট্র্যাডিশন। মেয়ের হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে এলেন বাবা । জামাইয়ের পরিচালনায় রূপোলী পর্দায় নেমে পড়লেন টলিউডের গ্ল্যামার কুইন শুভশ্রী গাঙ্গুলীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলী। শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘ধর্মযুদ্ধ’-এ এক বিশেষ চরিত্রে দেখা যাবে দেবপ্রসাদ বাবুকে। জামাই রাজের পরিচালনাতেই তিনি ডেবিউ করতে চলেছেন অভিনয়ে। রাজ জানান, “আমার সকলকে দিয়েই কাজ করাতে ভালো লাগে। খুবই কাকতালীয় ভাবে ওঁকে একটা রোলের জন্য অভিনয় করিয়েছি। উনি ভালোই করেছেন। খুবই ছোট্ট একটা রোল। আমাদের অফিসেও যাঁরা রয়েছে, যেখানে যাঁকে পাই তাঁকে ধরে অভিনয় করিয়ে দিই। সবার মধ্যে অভিনয় করার একটা খিদে আছে তো।” দেবপ্রসাদবাবু বললেন, ‘গ্রামের পটভূমিকায় এক বয়স্ক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছে একটি মুসলিম মেয়ে। গ্রামের হিন্দু মাতব্বর তা মেনে নিতে পারেননি। তিনি দলবল নিয়ে চড়াও হলেন সেই মহিলার বাড়িতে। সেই মাতব্বরের ভূমিকাতেই আমি অভিনয় করছি। বাকি ছবিটা রিলিজের পর দেখতে হবে’। পরিচালক জামাই রাজ এই ভূমিকায় নিজের শ্বশুর মশাইকেই পারফেক্ট হবে বলে মনে করেছিলেন। রাজের কাছ থেকেই অভিনয়ের প্রস্তাব পান দেবপ্রসাদবাবু। সাত পাঁচ ভেবে মৃদু আপত্তি জানিয়েছিলেন শ্বশুরমশাই। কিন্তু মেয়ে শুভশ্রীর আবদার আর ফেরাতে পারেনি। মেয়ে শুভশ্রীকে নিয়ে টালিগঞ্জে দেবপ্রসাদবাবুর আনাগোনা দীর্ঘদিনের। মেয়ের সঙ্গে বিভিন্ন ইনডোর বা আউটডোর শুটিংয়ে হাজির থেকেছেন বরাবর। সেই সুবাদে ইন্ডাস্ট্রির সব কিছুই তাঁর চেনাজানা। তাই নামী পরিচালক বা নামী নায়ক নায়িকাদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে নবাগতদের যে ভীতি থাকে তা ছিল না দেবপ্রসাদবাবুর। তবুও সিনেমায় প্রথম অভিনয়ের উত্তেজনা উপভোগ করছেন মনে মনে।চাকরী থেকে অবসর নিয়েছেন বছরখানেক আগে। বর্ধমান শহরের বাজে প্রতাপপুরে বাড়ি। ইদানিং কলকাতাতেও থাকেন প্রয়োজন অনুযায়ী। রাজ শুভশ্রী কলকাতায় থাকলে তাদের বিভিন্ন অনুষ্ঠানে যান। মেয়ের সুবাদে সিনেমা পাড়ায় আনাগোনা তো ছিলই। এবার তিনিও নেমে পড়লেন রূপোলি পর্দার অভিনয়ে। সূত্রের খবর, ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। টিজারও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। একটি প্রচণ্ড রিয়েলিস্টিক বিষয় নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্ণো মিত্র ও বর্ষীয়ান অভিনেত্রী স্বাতোলেখা সেনগুপ্ত। আগামী মার্চ মাসে মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।