ফের নিজেদের চুরি বিদ্যার যাদু দেখাতে আসছে ‘বান্টি অউর বাবলি’। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন ও রানি মুখার্জী অভিনীত এই ছবিটি। শোনা যাচ্ছে, আসতে চলেছে এই সিনেমার সিক্যুয়েল। তবে এবারে বাবলি রানির সঙ্গে নাকি আর জুটি বাঁধবেন না বান্টি অভিষেক। তাঁর বদলে বাবলির সঙ্গে যোগ দিতে পারেন সইফ আলি খান। সামনেই রানির মর্দানি ২ মুক্তি পাবে। অন্যদিকে, তানহাজি আর জওয়ানি দিওয়ানি নিয়ে ব্যস্ত সইফ। সইফ রান ছাড়াও বান্টি বাবলির নতুন টিমে থাকবেন গাল্লি বয় খ্যাত সিদ্ধান্ত চর্তুবেদী এবং শর্বরী ওয়াঘা। প্রসঙ্গত এই সিনেমা দিয়েই বলিউড ডেবিউ হবে শর্বরীর। সইফ রানির পাশাপাশি সিদ্ধান্তও এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ধর্মা নিয়ে। সকলের ব্যস্ততা মিটলেই তবে ফ্লোরে যাবে বান্টি অউর বাবলি ২। বরুণ ভি শর্মা বান্টি অউর বাবলির সিক্যুয়েলের পরিচালক হিসেবে থাকবেন।