শহরে আসছে ‘ড্রাকুলা স্যার’, ‘রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’ সতর্কতা জারি

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে একটি নতুন সতর্কতা বাণীর আবির্ভাব হয়েছে। ‘রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’, ভাবতে অবাক লাগছে! আসলে দেবালয় ভট্টাচার্যের আগামী সিনেমা ‘ড্রাকুলা স্যার’ -এর ক্যাচলাইন হিসাবে এই বাণীটিই ব্যবহার করা হচ্ছে। গতকাল প্রকাশ্যে এসেছে ‘ড্রাকুলা স্যার’-এর পোস্টার। সেখানে মিমির সঙ্গেই এক অন্য লুকে দেখা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে। রক্ত মাখা ঠোঁটে দেখা দিয়েছেন অনির্বাণ। ঠোঁটের দুই ধার দিয়ে বেরিয়ে পড়েছে লম্বা লম্বা দুটো দাঁত।অন্যদিকে মিমি চক্রবর্তীকে দেখা যাচ্ছে লন্ঠন হাতে। এই ছবিতে অনির্বাণের চরিত্রের নাম রক্তিম আর মিমির নাম মঞ্জুরী। ১৯৭১ সালে ‘রক্তিম’ (অনির্বাণ)-এর জীবনে ঘটে যাওয়া বেশকিছু ঘটনাকে কেন্দ্র করেই এগোবে এই ছবির গল্প। প্রতিশোধ ও ভালোবাসার মোড়কে নতুন ধরনের গল্প দর্শকদের উপহার দেবেন দেবালয় ভট্টাচার্য। ছবিতে অনির্বাণ একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, যার দুটো দাত উঁচু, যার জন্য তাঁর ডাকনাম ‘ড্রাকুলা স্যার’। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ। সাংসদ হওয়ার পর এই ছবির হাত ধরেই বড়পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী। ১ মে মুক্তি পাবে ‘ড্রাকুলা স্যার’।

এ এক বাঙালি ড্রাকুলার গল্প… Presenting the official poster of #DraculaSir, a film by Debaloy Bhattacharya |…

Posted by SVF on Thursday, 12 March 2020

রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক……….আজ বিকেল ৫টায় জানবে রক্তপানের কারণ#ShohoreDracula ? SVF

Posted by Mimi Chakraborty on Thursday, 12 March 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *