‘কাকাবাবু প্রত্যাবর্তন’-এর শুটিং করতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ কাকাবাবুর টিম। করোনার কারণে মাঝপথে শুটিং থামিয়েই গতকাল কলকাতা ফিরেছেন তাঁরা। বিমানবন্দরে সৃজিতকে মুখে মাস্ক পড়েই দেখা যায়। নেমেই সৃজিত জানিয়েছিলেন, ‘বিমানবন্দরে ফর্মে লিখতে হচ্ছে ফ্লু-এর মতো কোনও লক্ষণ আছে কি না। বিদেশ থেকে যাঁরা ফিরছেন তাঁদের জন্যে আলাদা গেট চিহ্নিত করা হয়েছে। ১৬টি দেশের মধ্যে আফ্রিকা নেই বলে রাজারহাটে সরকারি আইসোলেশন কেন্দ্রে যাওয়া প্রয়োজন পড়েনি। তবে সাবধানতার জন্যে গোটা টিম আগামী ১৪ দিন বাড়িতেই স্বেচ্ছা গৃহবন্দি থাকবে।’ আপাতত ঘর বন্দি আছেন সৃজিত। তাঁর মা অন্য বাড়িতে আছেন; ড্রাইভারও আসছেন না। অন্যদিকে, বাংলাদেশের গৃহবন্দি হয়ে আছেন সৃজিত পত্নি মিথিলা। সঙ্গে আছে তাঁর মেয়েও। ডেভলপমেন্ট সেক্টরে কাজ করার জন্য করোনা নিয়ে অনেকটাই সচেতন মিথিলা। মিথিলা আরও জানান আমাদের দেশে ও স্কুল-কলেজ বন্ধ, এখানেও অনেকে ঘরবন্দি। দূরে থেকেও স্বামী সৃজিতকে নিয়ে বেশ চিন্তিত মিথিলা। কাজের ফাঁকে সময় পেলেই ফোন আর ভিডিও কল করছেন। মেয়ে আইরারও সৃজিত কে অনেক সাবধান করেছেন। সোশ্যাল মিডিয়ায় সকলের জন্য একটি ভিডিও বার্তা দেন মিথিলা। সেখানে তিনি বলেন, ‘আমরা এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। পৃথিবীর বেশ কয়েকটি দেশে হানা দিয়েছে কোভিড-১৯। নিজেদেরই কিছু সাবধাণতা মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জনসমাগম এড়িয়ে চলুন। পরিচ্ছন্নতা মেনে চলুন। কেউ বিদেশ থেকে আসলে অবশ্যই তাকে ১৪ দিনের হোম কোয়ারানটিনে রাখুন। এমনকী নিজেরাও সেই নিয়ম মেনে চলুন’।