১ লক্ষ দৈনিক মজুরকে মাসিক রেশন তুলে দেবেন বিগ বি

করোনা মোকাবিলায় ত্রস্ত হয়ে উঠেছে গোটা দেশ। একটানা দীর্ঘদিন লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। দেশের এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে তারকা, প্রত্যেকেই নিজের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বলিউড তারকারাও বাড়িয়ে দিয়েছেন হাত। বলি স্টার শাহরুখ খানও আর্থিক অনুদানের পাশাপাশি নিজের চারতলা বিলাসবহুল অফিস কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য পুরনিগমের হাতে তুলে দিয়েছেন । সেখানে শিশু, মহিলা, বয়স্কদের চিকিৎসা হবে। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ অমিতাভ। করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা দিয়েও বারেবারে শিরেনামে এসেছেন বিগ বি। করোনা আতঙ্কে নিয়ে একবার নয়, একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বলিউড শাহেনশাহ। সম্প্রতি জানা গেছে, চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ১ লক্ষ দৈনিক মজুরের মানুষের সাহায্যে এগিয়ে এলেন শাহেনশাহ। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে শ্যুটিং বন্ধ। আর কতদিনই বা এই অবস্থা চলবে তা কেউই জানেনা। এই সময়ে দুবেলা অন্ন সংস্থার হওয়ার আর কোন রাস্তাও নেই সেই খেটে খাওয়া মানুষদের কাছে। তাই তার এই উদ্যোগে সোনি পিকচার্স এবং কল্যাণ জুয়েলার্সও সামিল হয়েছে। সোনি পিকচার্স-এর পক্ষ থেকেই জানানো হয়েছে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ১ লক্ষ দৈনিক মজুরকে মাসিক রেশন তুলে দেবেন বিগ বি। দেশের একটি হাইপার মার্কেট চেনের মাধ্যমে তার মাসিক রেশন এবং প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া হবে। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এই মজুরদের পরিবারের তালিকা সরবরাহ করবে অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন। তবে শুধুমাত্র প্রয়োজনীয় খাবার নয়, অর্থসাহায্যও করা হবে এই পরিবারগুলিকে বলে জানা গিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *