চলতি বছরের ১০ জানুয়ারি মুক্তি পায় ওম রাউত পরিচালিত ‘তানাজিঃ দ্যা আনসাং ওয়ারিয়র’। গত বছর থেকেই খবরের শীর্ষে ছিল এই ছবির নাম। অজয় দেবগণের জীবনের একশোতম ছবি হল ‘তানাজি’। মাত্র ৬ দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল এই ছবি। এখন পর্যন্ত ছবির মোট আয় ১০৭.৬৮ কোটি টাকা। ২০২০-র প্রথম কোনও ছবি যা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল। বক্স অফিসের রির্পোট অনুযায়ী, মকর সংক্রান্তি উপলক্ষ্যে উত্তর ভারত, গুজরাটে দর্শক সংখ্যা অনেকটাই বেড়েছে। এছাড়াও মুম্বাইয়েও চলছে এই ছবি। আর এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি ১৫০ কোটি ছাড়াবে এই ছবি এই জায়গা থেকেই। মুম্বই থেকে ভাল আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অজয় ‘তানাজি’-তে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন। ছবির প্রেক্ষাপট, আঙ্গিক, ভিন্ন হলেও ছবি ঘিরে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উন্মাদনা তুঙ্গে। দীর্ঘদিন বাদে কাজল-অজয় একসঙ্গে, এই নিয়ে এমনিতেই দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে শুরু থেকেই। ছবি মুক্তির প্রথম দিনেই ‘ছপাক’কে ফেলে এগিয়ে গিয়েছিল ‘তানাজি’। প্রথম দিনে অজয়ের ছবি ১৬ কোটি টাকা ব্যবসা করেছিল। গত রবিবার ৩০ শতাংশ ব্যবসা বেড়েছে ‘তানাজি’র। তিনদিনে ৬১.৬৫ কোটি টাকা আয় করেছে অজয়-কাজল অভিনীত ছবি ‘তানাজি’। ঠিক গত বছরও অজয়ের ছবি ‘টোটাল ধামাল’ও বক্সঅফিসে দারুণ ব্যবসা করেছিল। অজয় অভিনীত এটি ৫ নম্বর ছবি যা ১০০ কোটি ক্লাবে ঢুকেছে। চলতি বছরে ‘তানাজি’ যে ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে নেবে তা কিন্তু বেশ ভালই বোঝা যাচ্ছে। ‘তানাজি’-তে অজয়, কাজল এবং সইফের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। গত মঙ্গলবারই অজয় দেবগনের পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে ‘তানাজি’কে করমুক্ত করেছে যোগী সরকার। যোগীর রাজ্যের পর এবার আরও দুই রাজ্য ‘তানাজি’-কে করমুক্ত ঘোষণা করল। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার অজয়ের ছবিকে করমুক্ত করার কথা ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ‘মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর মধ্যপ্রদেশে ‘তানহাজি’ ছবিকে করমুক্ত ঘোষণা করল।’ অন্যদিকে, বুধবার ‘তানাজি’কে করমুক্ত করার জন্য মহারাষ্ট্রেও দাবি উঠেছে। সংশ্লিষ্ট রাজ্যের কংগ্রেস নেতা তথা মন্ত্রী যশোমতী ঠাকুর জানিয়েছেন যে, ক্যাবিনেট মিটিংয়ে ‘তানহাজি’কে করমুক্ত করার কথা ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে সম্ভবত বৃহস্পতিবারই মহারাষ্ট্র সরকার করমুক্ত করার বিষয়টি ঘোষণা করবে।
मुख्यमंत्री श्री @mlkhattar ने प्रदेश में #TanhajiTheUnsungWarrior फिल्म को टैक्स फ्री करने की घोषणा की है।
— CMO Haryana (@cmohry) January 15, 2020
तान्हाजी चित्रपट करमुक्त करण्याबाबत आज मंत्रिमंडळ बैठकीत सर्वांचे एकमत झाले. आता करमणूक कर जीएसटीच्या अखत्यारीत येतो त्यामुळे #महाविकासआघाडी सरकार SGST चा परतावा देणार आहे, @CMOMaharashtra लवकरच तशी घोषणा करतील. @ANI @sachin_inc @MaxMaharashtra
— Adv. Yashomati Thakur (@AdvYashomatiINC) January 15, 2020
#Tanhaji is 💯 NOT OUT… Day 6 is higher than Day 1, 4 and 5… Terrific trending on weekdays indicates the power of solid content… Speeding towards ₹ 150 cr… Fri 15.10 cr, Sat 20.57 cr, Sun 26.26 cr, Mon 13.75 cr, Tue 15.28 cr, Wed 16.72 cr. Total: ₹ 107.68 cr. #India biz
— taran adarsh (@taran_adarsh) January 16, 2020