অ্যাসিড হামলাকারীর নাম প্রকাশ্যে আনলেন রাঙ্গোলি চান্দেল

লক্ষ্মী আগরওয়ালের ওপর অ্যাসিড হামলার ঘটনাকে কেন্দ্র করেই পর্দায় তুলে ধরা হয়েছে দীপিকা পাড়ুকোন-এর ছবি ‘ছপাক’। তবে বাস্তবেই অ্যাসিড আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চন্দেলও। বেশ কয়েক বছর আগে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন রাঙ্গোলি। ‘ছপাক’ রাঙ্গোলির জীবনের সেই ভয়াবহ স্মৃতিই উসকে দিয়েছে।  এই ঘটনা করেকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় সেই ভয়াবহ ঘটনার কথাই তুলে ধরলেন রঙ্গোলি। এবার প্রকাশ্যে নিয়ে এলেন হামলাকারীর নাম। জানালেন সেই ব্যক্তির নাম অবিনাশ শর্মা। ঘটনার বিবরণ দিয়ে রঙ্গোলি জানান, সেই সময়ে তিনি কলেজ পড়ুয়া ছিলেন৷ অবিনাশ তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিল৷ তবে সেই ব্যক্তির উদ্দেশ্যে রঙ্গোলির মনে কোনও অনুভূতি ছিলনা বলেই সেই ব্যক্তিকে এড়িয়ে যেতেন৷ অবিনাশ সবাইকে বলতেন যে রঙ্গোলিকে তিনি বিয়ে করছেন।  কিন্তু এই তথ্য ছিল মিথ্যে। চারজন মেয়ে মিলে একটি পিজিতে (পেয়িং গেস্ট) থাকতেন রঙ্গোলি। একদিন সেখানে গিয়ে হাজির হন ওই ব্যক্তি। সেখানে গিয়ে রঙ্গোলির ব্যাপারে জিজ্ঞাসা করে অবিনাশ। তখনই রঙ্গোলির বন্ধু বিজয়া রঙ্গোলিকে জানিয়েছিল একজন লোক তাঁর ব্যাপারে জিজ্ঞাসা করছে। তারপর দরজা খুলতেই কিছু বুঝে ওঠার আগে মুখের ওপর এসে পরে তরল পর্দার্থ। কয়েক বছর আগে অ্যাসিড আক্রমণের মত নৃশংস ঘটনার সম্মুখীন হয়েছিলেন রঙ্গোলি৷ এরপরেই অ্যাসিডের ক্রিয়ায় ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছিল তাঁর মুখ। ছপাক মুক্তির আগেই সেই যন্ত্রণা আবারও মনে করলেন রঙ্গোলি। ছপাক ছবির সঙ্গে সঙ্গেই পুরনো সমস্ত ব্যাথা যন্ত্রণা যের ফের অনুভব করতে পারছেন রঙ্গোলি ৷