আর কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে ‘গাঙ্গুবাঈকাথিয়াওয়াড়ি’ ছবির শ্যুটিং। তবে তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে গাঙ্গুবাঈ-এর চরিত্রে। তার জন্য তাঁকে শিখতে হবে কাথিয়াওয়াড়ি ভাষা ও অ্যাকসেন্ট।এই মুহূর্তে আলিয়ার জন্যে শিক্ষকের খোঁজে সঞ্জয় লীলা। যদিও আলিয়া এবং সঞ্জয় দু’জনেই গুজরাতি, কিন্তু কাথিয়াওয়াড়ি ভাষা অনেকটাই আলাদা। আলিয়ার ভাটের ঠাকুরদা নানাভাই ভাট ছিলেন কাথিয়াওয়াড়ের গুজরাটি ব্রাহ্মণ পরিবারের। কিন্তু এই ডায়লেক্ট একেবারেই জানেন না আলিয়া। অন্যদিকে খুঁতখুঁতে সঞ্জয়ও নাছোড়। ছবিতে যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্যে আলিয়াকে এই ভাষার খুঁটিনাটি শেখাতে বধ্যপরিকর তিনি। এর জন্যে তিনি সাহায্য চেয়েছেন গুজরাতি নাট্য কর্মীদের। তালিকায় রয়েছেন মনোজ যোশী এবংসুপ্রিয়া পাঠক। মুম্বইয়ের রেড লাইট অঞ্চল কামাথিপুরার ব্রথেল মালিকের জীবনের উপরই তৈরি হতে চলেছে সঞ্জয় লীলা বনশালীর আগামী ছবি ‘গাঙ্গুবাঈকাথিয়াওয়াড়ি’।এস হুসেন জাইদিয়ালতের লেখা মাফিয়া ক্যুইনস অফ মুম্বই নামক বইয়ের একটি অধ্যায় থেকে নেওয়া হয়েছে এই ছবির গল্প।