লেখা হবে সঞ্জীব কুমারের জীবনী

১৯৮৫সালে আজকের দিনে সকলকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন বলিউডের লেজেন্ডারি অভিনেতা সঞ্জীব কুমার। ভারতীয় সিনেমায় তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তাঁর আসল নাম হরিভাই জরিওয়ালা। মাত্র ৪৭ বছর বয়সে অকালে মৃত্যুর পথে যাত্রা করেন তিনি। তাঁর গোটা জীবনটাই যেন একটা সিনেমার মতো। সঞ্জীব কুমারের সেই জীবনকাহিনী এবার জানতে পারবে সবাই।  লেজেন্ডারি এই অভিনেতার জীবনী এবার লেখার আকারে প্রকাশ পাবে।   জীবনী লিখবেন রীতা গুপ্ত ও উদয় জরিওয়ালা (অভিনেতার ভাইপো)। উদয়ের আরও একটি পরিচয় রয়েছে। তিনি ‘সঞ্জীব কুমার ফাউন্ডেশন’-এর হেড। উদয় বললেন, “সঞ্জীব কুমারের গল্প সবাইকে বলা প্রয়োজন, কারণ উনি আমাদের খুব তাড়তাড়ি ছেড়ে গেছেন। কিন্তু তাঁর ‘কমন ম্যান’-এর চার্মটা এখনও রয়ে গেছে। ওঁর মৃত্যুর পর 8 বছর অবধি প্রযোজকরা ওঁর ছবি রিলিজ় করেছেন। 10 টি ফিল্ম মুক্তি পেয়েছে ওঁর মৃত্যুর পর। এখনও অবধি সঞ্জীব কুমারকে এক আইকনিক পারফর্মার হিসেবে চিহ্নিত করা হয়।” লেখকরা আশা করছেন ২০২০ সালে সঞ্জীব কুমারের ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে এই বায়োগ্রাফি মুক্তি পেতে পারে। অভিনেতার ৩৪তম মৃত্যুবার্ষিকীতে এই ঘোষণা দর্শকদের জন্য সত্যিই সুখবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *