গোয়া সফরে পরিণীতি

হাজার ব্যাস্ততার মধ্যেই গোয়া সফরে গেলেন পরিণীতি চোপড়া। বন্ধুদের সঙ্গে ছুটির আমেজে গোয়া ঘুরছেন বলিউডের মিষ্টি মেয়ে। ইনস্টাগ্রামে গোয়া হলিডে-এর একের পর এক ছবি পোস্ট করছেন পরিণীতি। কখনও তাঁকে দেখা গিয়েছে নীল ড্রেসে সবুজ ঘাসে বসে গায়ে মেখে নিচ্ছেন সোনালি রোদ আবার কোনও ছবিতে সাদা অফ শোল্ডার ড্রেসে পোজ দিচ্ছেন বন্ধুদের সঙ্গে। বর্তমানে পরিণীতি ব্যাস্ত থাকছেন একদিকে সাইনা নেহওয়ালের বায়োপিক অন্যদিকে দ্য গার্ল অন দ্য ট্রেন-এর কাজেই। তবে তারই মধ্যে নিজের জন্য একটু সময় বের করে নিলেন পরিণীতি চোপড়া।

View this post on Instagram

Clean-up karke dinner 🍷

A post shared by Parineeti ⭒ (@parineetichopra) on