‘খাদান’-এ দ্বৈত চরিত্রে দেব! সাথে আরও বিশেষ তারকারা
বছরের প্রথম দিনেই ‘খাদান’-এর ঘোষণা করেছিলেন দেব। তার পর থেকে এই ছবি নিয়ে দর্শকের কৌতূহলের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ছবির কাস্টিং আকর্ষণীয়। আবার ছবিতে রয়েছে দেবের দ্বৈত চরিত্র। ছবির বেশ কয়েক জন অভিনেতার নাম এর মধ্যে প্রকাশ্যে এসেছে।
দেব শুরুতে জানিয়েছিলেন, ছবিতে তাঁর বিপরীতে থাকবেন অভিনেত্রী ইধিকা পাল। পরে জানা যায়, ছবিতে দু’টি বিশেষ চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে যিশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্তের কাছে। শোনা যাচ্ছে, কয়লা খনি অঞ্চলের সমাজজীবনের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে বাবা এবং ছেলে এই দুই চরিত্রেই অভিনয় করবেন দেব।
https://www.instagram.com/reel/C1jvV1ZSZua/?utm_source=ig_web_button_share_sheet
https://www.instagram.com/reel/C2ofHNHtkxp/?utm_source=ig_web_button_share_sheet
সংগৃহীত – Instagram