অবশেষে চার হাত এক হল শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকারের। সোহিনী নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’ জানা গিয়েছে, ১৫ জুলাই, সোমবার দক্ষিণ ২৪ পরগণার এক রাজবাড়িতে আইনি মতে বিয়ে সারেন শোভন-সোহিনী। উপস্থিত ছিলেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ফোটোগ্রাফার দেবর্ষি সরকার প্রমুখেরা। সোহিনীর পরনে ছিল মেরুন রঙের বেনারসি। গা-ভর্তি সাবেকি গয়না। অন্যদিকে, শোভনের পরনে ছিল সাদা সিল্কের কাজ করা ধুতি ও পাঞ্জাবী। গত এক বছর ধরে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেম ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। এমনকি দু’বার সোহিনী সরকারের সঙ্গে ছবি পোস্ট করেও সেই ছবি ডিলিট করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। শোনা যায় বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টিও হয়েছে।