প্রেম সাগরে ভাসতে লন্ডন ভ্রমণে রালিয়া

সম্প্রতি রালিয়ার নামে একটি বিয়ের কার্ড প্রকাশ্যে আসে। যা থেকে শুরু বেশ হৈচৈ পড়ে গিয়েছিল। কিন্তু পরে অবশ্য সেটি ভুয়ো বলে জানা যায়। আলিয়া নিজেই সে কথা জানান। তবে বিয়ের কার্ড ভুয়ো হলেও রনবীরের সঙ্গে তাঁর প্রেম তো আর ভুয়ো নয়। তাই হাজার কাজের ব্যস্ততার মধ্যেই লাভ বার্ডস আলিয়া-রণবীর বেরিয়ে পড়লেন লন্ডনে ছুটি কাটাতে। ছুটির মেজাজে তাঁদের নানা ছবিতে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। ছুটি থেকে ফিরে এসেই অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র-এর শেষ দফার শ্যুটিং সারতে মানালি পাড়ি দেবেন আলিয়া ও রণবীর। এই ছবিতে রণবীরকে দেখা যাবে শিবা-র চরিত্রে। শিবা এমন এক মানুষ যাঁর অনন্য কিছু ক্ষমতা রয়েছে। আলিয়ার চরিত্রের নাম ঈষা। রণবীর আলিয়া ছাড়াও ব্রহ্মাস্ত্র-এ দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়কে। মেকআপের কোনও প্রলেপ ছাড়া ক্যাশুয়াল পোশাকে পাওয়া গেল খোশ মেজাজে আলিয়া ও রণবীরকে। ফ্যানদের সেলফি আবদারও মেটালেন হাসিমুখে।

View this post on Instagram

Fan 🤳 in London. #RanbirKapoor #Ranbir #Bollywood

A post shared by Ranbir Kapoor Universe (@ranbirkapooruniverse) on