সমুদ্র সৈকতে একান্তে বিরুষ্কা, ভাইরাল ছবি

দ্বিতীয়বারের জন্য হানিমুনে গেলেন বিরুষ্কা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা ও বিরাটের একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় সমুদ্র সৈকতে একান্ত সময় কাটাচ্ছেন অনুষ্কা ও বিরাট৷ ইনস্টাগ্রামে এই ছবি এখন রীতিমতো ভাইরাল। কাজের অবসরে যখনই পেয়েছেন এই জুটি নিজেদের সময়ে দিতে বেরিয়ে পরেছেন। আর সেই বেরানোর বিভিন্ন মূহুর্তের ছবি যখনই সোশ্যাল মিডিয়ায় এসছে ভাইরাল হয়ে গিয়েছে। এবারেও তার ব্যাতিক্রম ঘটল না। এই ছবি দেখে অনেকেরই ধারণা দ্বিতীয় হানিমুন করতে গেছেন বিরুষ্কা।

View this post on Instagram

💑❤🌞

A post shared by Virat Kohli (@virat.kohli) on