আজ দিল্লির বিজ্ঞান ভবনে বসেছিল ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় তথ্য ও ব্রডকাস্টিং মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সাধারণত রাষ্ট্রপতিই বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। কিন্তু এ বছর অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বদলে এবছর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। গত বছর জাতীয় পুরস্কার অনুষ্ঠানকে কেন্দ্র করেই জোর সমালোচনার শিকার হয়েছিলেন রামনাথ কোবিন্দ। মাত্র ১১ জন বিজয়ীর হাতে নিজে পুরস্কার তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু বাকিদের হাতে পুরস্কার তুলে দেন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। যা শুনে এবং দেখে স্তম্ভিত হয়ে যান সেখানে উপস্থিত দর্শকরা। যে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গতবছর জাতীয় পুরস্কার অনুষ্ঠান বয়কট করেছিলেন ৬০ জন পুরস্কার প্রাপক। এবছর দাদাসাহেব ফালকে সম্মান পান অমিতাভ বচ্চন। যদিও তিনি অসুস্থ থাকার কারণে পুরস্কার নিতে অনুপস্থিত ছিলেন। অন্ধধুন ও উরি সিনেমার জন্য সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী আয়ুষ্মান খুরানা ও ভিকি কৌশল। মহান্তির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে নেন তামিল অভিনেত্রী কৃথি সুরেশ। সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে প্যাডম্যান। এই ছবির মুখ্য চরিত্র ছিলে অক্ষয় কুমার। তিনি এই পুরস্কারটি গ্রহন করেন।
এক ঝলকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী তালিকাঃ
সর্বাধিক চলচ্চিত্র বান্ধব রাষ্ট্র: উত্তরাখণ্ড
সিনেমার সেরা বই: মালায়ালাম পুস্তক মানো প্রার্থনা পুলে
সেরা চলচ্চিত্র সমালোচক: ব্লেজ জনি (মালায়ালাম), অনন্ত বিজয় (হিন্দি)
নন ফিচার ফিল্ম ক্যাটেগরি
পারিবারিক মূল্যবোধের উপর সেরা চলচ্চিত্র: চলো জিতে হেইন
সেরা শর্ট ফিকশন ফিল্ম: খারভাস
সেরা সামাজিক ন্যায়বিচারের চলচ্চিত্র: আমাকে কেন
সেরা ইনভেস্টিভেটিভ ফিল্ম: আমোলি
সেরা স্পোর্টস ফিল্ম: অন্ধকারের মাধ্যমে সাঁতার কাটা
সেরা শিক্ষামূলক চলচ্চিত্র: সরলা বিরলা
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র: তালা তে কুঞ্জি
সেরা পরিবেশগত চলচ্চিত্র: দ্যা ওয়ার্ড ফেমাস টাইগার
সেরা প্রচারমূলক চলচ্চিত্র: রিডিস্কোভারিং জাজম
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সেরা চলচ্চিত্র: জিডি.নাইডু: ভারতের অ্যাডিসন
সেরা শিল্প ও সাংস্কৃতিক চলচ্চিত্র: বাঙ্কার: দ্যা লাস্ট অফ দ্যা বারাণসী উইভার্স
সেরা ডেবিউ নন-ফিচার ফিল্ম: ফেলুদা_৫০ ইয়ার্স রে’স ডিটেক্টিভ-এর জন্য সাগ্নিক চ্যাটার্জী
সেরা নন-ফিচার ফিল্ম: সানরাইজ, দ্যা সিক্রেট লাইফ অফ ফ্রগস
ফিচার ফিল্মসঃ
অভিনয়ের জন্য বিশেষ উল্লেখ্য অভিনেতার পুরস্কার: শ্রুতি হরিহরণ, চন্দ্রচুর রায়, জোসি জোসেফ, সাবিত্রী
সেরা রাজস্থানী চলচ্চিত্র: টার্টল
সেরা প্যাংচেনপা চলচ্চিত্র:ইন দ্যা ল্যান্ড অফ পয়সন ওমেন
সেরা গারো ফিল্ম: মাম্মা
সেরা মারাঠি চলচ্চিত্র: ভঙ্গা
সেরা তামিল চলচ্চিত্র: বারাম
সেরা হিন্দি চলচ্চিত্র: অন্ধধুন
সেরা উর্দু চলচ্চিত্র: হামিদ
সেরা বাংলা চলচ্চিত্র: এক যে ছিলো রাজা
সেরা মালায়ালাম চলচ্চিত্র: সুদানি ফ্রম নাইজেরিয়া
সেরা তেলেগু চলচ্চিত্র: মহান্তী
সেরা কন্নড় চলচ্চিত্র: নাথীচারামী
সেরা কনকানি চলচ্চিত্র: আমোরি
সেরা অসমিয়া চলচ্চিত্র: বুলবুল ক্যান সিং
সেরা পাঞ্জাবি চলচ্চিত্র: হারজিটা
সেরা গুজরাটি চলচ্চিত্র: রেভা
সেরা কোরিওগ্রাফি: পদ্মাবত-এর জন্য ক্রুতি মহেশ মিদ্যা এবং জ্যোতি ডি তোমর সেরা সংগীত পরিচালক: পদ্মাবত
সেরা স্পেশাল এফেক্টস: Awe, কেজিএফ
সেরা সংগীত পরিচালনা: পদ্মাবত-এর জন্য সঞ্জয় লীলা বনশালী
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাওয়ার্ড: উরি: সার্জিক্যাল স্ট্রাইক
সেরা মেকআপ আর্টিস্ট: Awe-এর জন্য রঞ্জিত
সেরা পোশাক ডিজাইনার: মহান্তী-র জন্য রাজশ্রী পট্টনায়েক, গৌরাঙ্গ শাহ এবং অর্চনা রাও
সেরা অ্যাকশন: কেজিএফ: পার্ট ১
সেরা লিরিক্স: নাথীচারামী
সেরা প্রোডাকশন ডিজাইন: কামারা সামভাবম
সেরা সম্পাদনা: নাথীচারামী
সেরা অডিওগ্রাফি: টেন্ডুলিয়া, উরি এবং রাঙ্গাস্থলম
সেরা সাউন্ড ডিজাইন: উরি
সেরা মিক্সড ট্র্যাক: রাঙ্গাস্থলম
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে: চি লা সো
সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: অন্ধধুন
সেরা সংলাপ: তারিখ
সেরা সিনেমাটোগ্রাফি: ওলু(মালায়ালাম)থেকে এমজে রাধাকৃষ্ণান
সেরা প্লেব্যাক গায়ক মহিলা: নাথীচারামী-র জন্য বিন্দু মণি ও মায়াবী মানাভে
সেরা প্লেব্যাক গায়ক পুরুষঃ পদ্মাবত-এ বিনতে দিল গানের জন্য অরিজিত সিং
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র: প্যাড ম্যান
সেরা সহ অভিনেত্রী: বাধাই হো-র জন্য সুরেকা সিকরি
সেরা সহ অভিনেতা: চুম্বক-এর জন্য স্বানন্দ কিরকিরে
সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা(অন্ধধুন), এবং ভিকি কৌশল(উরি)
সেরা অভিনেত্রী: মহান্তী-র জন্য কৃথি সুরেশ
সেরা দিকনির্দেশনা: উরির জন্য আদিত্য ধর
সেরা ফিচার ফিল্ম: হিলারো(গুজরাটি)
সেরা শিশু চলচ্চিত্র: সরকারি(Hi. Pra. Shale Kasaragodu, Koduge)
সেরা শিশু অভিনেতা: ওন্দাল্লা এরাডাল্লার(কন্নড়)-এর জন্য পিভি রোহিত, হারজিতা(পাঞ্জাবি)-র জন্য সামিপ সিং, হামিদ(উর্দু)-র জন্য তালহা আরশাদ রেশি, নাল(মারাঠি)-র জন্য শ্রীনিবাস পোকলে
পরিবেশ সংরক্ষণ বিষয়ক সেরা চলচ্চিত্র: পানী
জাতীয় সংহতকরণের জন্য নার্গিস দত্ত পুরষ্কার: ওণ্ডাল্লা এরাডাল্লা
স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র: বাধাই হো
জুরি পুরষ্কার: কেদারা (বাংলা), হিলারো (গুজরাটি)
ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ ডিরেক্ট্রঃ নাল-এর জন্য সুধাকর রেড্ডি ইয়াকান্তি
#Padman wins the award for the Best Film on Social Issues
Actor @akshaykumar receives the award for the film #Padman at 66th #NationalFilmAwards pic.twitter.com/QVLpmMu1BV
— PIB India (@PIB_India) December 23, 2019
Best Actor (Feature Films Section) goes to @vickykaushal09 for #URI: The Surgical Strike for effectively conveying a realistic character of an army officer. #NationalFilmAwards pic.twitter.com/J39YnXGugd
— PIB India (@PIB_India) December 23, 2019
Best Actor (Feature Films Section) goes to @ayushmannk for #Andhadhun for his powerful execution of a complex role of ‘now blind & now not blind’ character.#NationalFilmAwards pic.twitter.com/dIQXYgKVKe
— PIB India (@PIB_India) December 23, 2019
#SanjayLeelaBhansali receives the #NationalAward for Best Music Direction for #Padmaavat
All the songs lift the mood of the film and give a different dimension to the narrative.#NationalFilmAwards pic.twitter.com/OaNwKHCxuw
— PIB India (@PIB_India) December 23, 2019
I want to congratulate all the award winners at the 66th #NationalFilmAwards: Union Minister @PrakashJavdekar
Watch LIVE on #PIB's
YouTube: https://t.co/HVolaK6V1W
Facebook: https://t.co/p9g0J6q6qv pic.twitter.com/4llkyaO2ay— PIB India (@PIB_India) December 23, 2019
Best #Choreography award goes to Kruti Mahesh Madya &
Jyoti Tomar for the song #Ghoomar from the film #PadmaavatFeature Films Section at #NationalFilmAwards pic.twitter.com/s9yuMEGbJ3
— PIB India (@PIB_India) December 23, 2019
📡LIVE Now#NationalFilmAwards ceremony from Vigyan Bhawan
Watch on #PIB's
YouTube: https://t.co/HVolaK6V1W
Facebook: https://t.co/7bZjpgpznYhttps://t.co/e1kcSf1YFK— PIB India (@PIB_India) December 23, 2019
Congratulations @Ashokshivazza @dineshsyadav for winning the 66th National Film Award for the best rajasthani film and making history by being the first Rajasthani film in 66 years in the history of national film awards#Turtlefilm #66Nationalfilmaward#Shivazzafilm pic.twitter.com/7FEzLjUioY
— Mehraj Singh Choudhary (@mehrajspeak) December 23, 2019