অবৈজ্ঞানিক পোস্ট মুছলেন বিগ বি

রবিবার বিকেল পাঁচটায় জরুরি পরিষেবায় জড়িত ব্যক্তিদের ধন্যবাদ জানাতে হাততালি, কাঁসর ঘণ্টা, না পেলে থালা বাজাতে বলেছিলেন নরেন্দ্র মোদি। সেইমতো বিকেল পাঁচটায় ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য এবং নাতনি আরাধ্যাকে নিয়ে বাড়ির ছাদে উঠে হাততালি দেন এবং ঘণ্টা বাজান অমিতাভ বচ্চন। সেই ছবি এবং ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ারও করেন। এত পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু তারপর অমিতাভ একটি টুইট করেন। অমিতাভ লিখেছিলেন, ‘অমবস্যা, মাসের সব থেকে অন্ধকার একটা সময় যখন ভাইরাস ও ব্য়াকটেরিয়া শক্তিশালী হয়ে ওঠে । সেই সময় হাততালি ও শঙ্খের অনুরণনে ভাইরাসের শক্তি কম বা নিশ্চিহ্ন হয়ে যায়। শুধু জরুরি পরিষেবায় নিযুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপনই নয়, ২২ মার্চ অমাবস্যা। এই দিন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অশুভ শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী হয়। বিকেল পাঁচটা নাগাদ চাঁদ একটি নতুন নক্ষত্র ‘রেবতী’-র সামনে দিয়ে যাবে। এই সময় যদি বিশাল শব্দ তরঙ্গ সৃষ্টি করা যায় তাহলে করোনার শক্তিকে খর্ব করা যাবে’। এই পোস্ট সমালোচনার ঝড় ওঠে। সবাই বলেন অমিতাভ বচ্চনের মতো একজন মানুষ কীভাবে এরকম অবৈজ্ঞানিক পোস্ট করতে পারলেন! জবাবে অমিতাভ জানান, একজন তাঁর কাছে এই পোস্ট ফরওয়ার্ড করেছিলেন। তার ভিত্তিতে এই পোস্ট করেছেন বিগ বি। কিন্তু সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্টটি মুছে দেন বলিউডের শাহেনশাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *