চলতি বছর ৩০ এপ্রিল বিবাহবিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন রামপাল ও তাঁর স্ত্রী মেহর জেসিয়া। ভিন্ন ধর্মে বিয়ে হওয়ায় বিশেষ বিবাহ আইন অনুযায়ী, প্রথম এক বছর আলাদা থাকার পর বিবাহবিচ্ছেদের আবেদন করেন বলিউডের এই তারকা জুটি। ৬ মাস পর বিশেষ বিবাহ আইনে তাঁদের বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়েছেন প্রিন্সিপাল জাজ শৈলজা সাওয়ান্ত। বিবাহবিচ্ছেদে কী সমঝোতা হয়েছে তা এখনও স্পষ্ট না-হলেও এটি জানা গিয়েছে যে তাঁদের দুই কন্যা মাহিকা ও মায়রা বান্দ্রাতে তাদের মায়ের সঙ্গেই থাকবেন। গত বছর মে মাসে যৌথ বিবৃতিতে অর্জুন-মেহর জানান, ‘আমরা দুজনে আলাদা হচ্ছি। অনেকে হয়তো এই সিদ্ধান্তে চমকে যাবেন। তবে এটাই বর্তমান পরিস্থিতি। সত্যিটা বিকৃত করা হয়। আমরা একটা পরিবার। একে-অপরের প্রতি আমাদের ভালোবাসা সারা জীবন একই থাকবে। আমরা সবসময় একে-অপরের পাশে থাকব। বিশেষত আমাদের সন্তান মাহিকা ও মায়রার জন্য। আমরা একে-অপরের ব্যক্তিগত জীবনকে সম্মান দেব। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সম্পর্ক শেষ হতে পারে কিন্তু ভালোবাসা বেঁচে থাকে। এ বিষয়ে আমরা আর কোনও মন্তব্য করব না।’ দু দশকের বৈবাহিক সম্পর্ক ছিল অর্জুন এবং মেহরের। এক বছরেরও বেশি সময় আলাদা থাকার পর তাঁদের মিউচুয়াল কনসেন্টে বিবাহবিচ্ছেদের আর্জি মঞ্জুর করা হল আজ।