অ্যাসিড আক্রান্তে বিয়েতে শুভেচ্ছা শাহরুখ খানের

শুধু স্ক্রিনে নয় বাস্তব জীবনেও অনেকের অনুপ্রেরণা বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান। জীবনে চলার পথে হঠাত করে থমকে যাওয়া মানুষের পাশে থেকে তাঁদের সাহস জোগান কিং খান। আর এই কাজ তিনি করেন বেশ কিছু এনজিও এবং অলাভজনক প্রতিষ্ঠানের সেবামূলক কাজের সঙ্গে নানা ভাবে যুক্ত থেকে। তেমনই একটি প্রতিষ্ঠানের নাম ‘মীর ফাউন্ডেশন’ যাদের মূল লক্ষ্য হল অ্যাসিড হামলায় আক্রান্ত মেয়েদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা। এই সংস্থারই একজন অন্যতম সদস্যা অনুপমা।  অ্যাসিড হামলায় মুখের অনেকটা অংশ নষ্ট হয়ে গিয়েছে তাঁর।একটা চোখও ক্ষতিগ্রস্থ। তবে এই চরম আঘাতও থামিয়ে দিতে পারেনি অনুপমার জীবন। শুধু বেঁচে থাকার লড়াই নয়, তাঁর মতো আরও দশ জনকে পাশে নিয়ে এগিয়ে চলতে চলতে মিলে গিয়েছে জীবনসঙ্গীও। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়লেন অনুপমা। টুইট করে ‘মীর ফাউন্ডেশন’-এর সঙ্গে যুক্ত অনুপমাকে তাঁর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান কিং খান। তিনি লিখেছেন, ‘জীবনের এই নতুন যাত্রা শুরু করা অনুপমাকে আমার অভিনন্দন এবং ভালবাসা। এ জীবন ভালবাসা আর খুশিতে পূর্ণ হয়ে উঠুক।’ অনুপমার স্বামীর উদ্দেশ্যে শাহরুখ লেখেন, ‘জগদীপ তুমিই প্রকৃত পুরুষ…আশা করি তোমরা উভয়ই জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারবে।’অনুপমার মতো অনেককেই অ্যাসিড হামলার আতঙ্ক কাটিয়ে জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছে ‘মীর ফাউন্ডেশন’।এই মীর ফাউন্ডেশনের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত বলিউড বাদশা শাহরুখ খান। অনুপমার মতো অনেককেই পাশে থেকে জীবনে এগিয়ে চলার সাহস আর উৎসাহ জুগিয়েছেন বাদশাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *