অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ‘গাল্লি বয়’

শেষ মূহুর্তে এসে নিরাশ হতে হল জোয়া আখতারের ‘গাল্লি বয়’-কে। ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ‘গাল্লি বয়’। অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে নাম তুলেছিল গল্লি বয়। এবছর ২৭টি ভারতীয় ছবিকে পিছনে ফেলে অস্কারে প্রবেশাধিকার পেয়েছিল রণবীর সিংয়ের ছবিটি। দৌড়ে শামিল হয়েছিল ‘অন্ধাধুন’, ‘আর্টিকল ১৫’, ‘বাধাই হো’, ‘বদলা’র মতো ছবি। কিন্তু তাদের পিছনে ফেলে দেয় ‘গাল্লি বয়’। জুরি কমিটির চেয়ারপার্সন হিসেবে ছিলেন পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন। নির্বাচন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক প্রতীম ডি গুপ্তও। কিন্তু শেষরক্ষা হল না। ভারতীয় জুরিদের পছন্দ হলেও অ্যাকাডেমি অফ মোশান পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স কর্তৃপক্ষের মন হয় করতে পারল না ‘গাল্লি বয়’। শর্টলিস্ট সিনেমাগুলির মধ্যে নাম রয়েছে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, সেনেগাল, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, উত্তর ম্যাকেডোনিয়া, পোল্যান্ড ও রাশিয়ার ফিল্মের নাম। ‘গাল্লি বয়’-তে দুরন্ত অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা কুড়িয়ে ছিলেন রণবীর সিং ৷ প্রশংসা পেয়েছিলেন আলিয়া ভাটও ৷ তবে অস্কার থেকে ছিটকে যাওয়া স্বাভাবিকভাবেই দুঃখ পেয়েছেন ছবির টিম৷ ব়্যাপার ভিভিয়ান ফার্নান্ডেজ বা ডিভাইনের জীবন অবলম্বনে তৈরি হয়েছে ‘গাল্লি বয়’ ছবিটি। ইনি মুম্বইয়ের এক স্ট্রিট ব়্যাপার। ‘মেরে গাল্লি মে’ গানটির জন্য বিখ্যাত তিনি। কিন্তু ব়্যাপার হওয়ার যাত্রাপথ তাঁর কাছে মসৃণ ছিল না। মুম্বইয়ের রাস্তায় কীভাবে তাঁর জীবন কাটত, কীভাবে তিনি একজন প্রতিষ্ঠিত ব়্যাপার হলেন, সেই গল্প দেখানো হয়েছে ছবিতে। তবে ছবিতে এক নারীচরিত্রও রয়েছে। তিনিও নিম্নবিত্ত পরিবার থেকেই উঠে আসা একটি মেয়ে। শত অভাবের সংসারেও কীভাবে লড়াই চালিয়ে যায় দুটো ছেলে-মেয়ে, সেটাই এই ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক জোয়া আখতার। তবে ‘গাল্লি বয়’-এর অস্কার থেকে ছিটকে যাওয়ার ঘটনায় খুশি হয়েছেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি ৷ সম্প্রতি তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘দেশের পুরস্কার পাওয়া সহজ ৷ কিন্তু অস্কারে তো আর তেল দেওয়া চলে না !’ এমনকী, আলিয়া ভাটের একটি ভিডিও আপলোড করেও, আলিয়ার অভিনয়ের সমালোচনা করেছেন রঙ্গোলি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *