অস্কারে মনোনীত হল ‘দা লাস্ট কালার’

কিছুদিন আগেই অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ‘গল্লি বয়’ ছবিটি । আর তাতে কিছুটা হলেও আশাহত হয়েছিলেন দেশবাসী । এবার দেশবাসীর মনে ফের একবার অস্কার পাওয়ার আশা জাগিয়ে তুলল ‘দা লাস্ট কালার’ । টুইট করে এখবর জানিয়েছেন পরিচালক সেলেব্রিটি শেফ  বিকাশ খান্না নিজেই। এটি বিকাশ খান্না পরিচালিত প্রথম ছবি। অস্কারের দৌড়ে সেরার তালিকায় জায়গা করে নিয়েছে নীনা গুপ্ত অভিনীত ছবি ‘দা লাস্ট কালার’। অ্যাকাডেমি পুরস্কারের ফিচার ফিল্মের মধ্যে সেরা ছবির বিভাগে মনোনীত হয়েছে এই ছবি। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা । তিনি একজন বিধবা মহিলা । গল্পে তাঁর বন্ধু হল ছোট্ট একটি মেয়ে । যে গঙ্গার ধারে দড়ির উপর হেঁটে খেলা দেখায় । তাদের দু’জনের জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে। পুরস্কারের তালিকা প্রকাশ পাওয়ার পরেই একের পর এক টুইট করেন বিকাশ খান্না। সুখবর শেয়ার করে তিনি লেখেন, “এভাবেই শুরু হল ২০২০ সাল । মিরাকেল । মিরাকেল । সবাইকে ধন্যবাদ । ‘দা লাস্ট কালার’, ৩৪৪ টি ছবির মধ্যে ২০১৯-এর সেরা ছবির বিভাগে মনোনীত হয়েছে ।” ক্যাপশনের নিচে তুলে ধরেছেন সেই তালিকা । এমনকী, ছবির একটি দৃশ্য ইনস্টাগ্রামেও পোস্ট করেন পরিচালক । সেখানেও নিজের আনন্দের কথা লেখেন তিনি । একটি টুইটে তিনি লেখেন, “একজন মিচেলিন স্টার শেফ হিসেবে পরিচালনায় আমি একেবারেই নতুন । কিন্তু, ওই একটা ছবিই আমাকে অনেকটা জায়গা করে দিয়েছে । ‘মাসান’ ছবির থেকে অনুপ্ররণা পেয়ে এই ছবিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম । ধন্যবাদ জানাই নীরজ, ভিকি কৌশল ও রিচা চড্ডাকে ।” এখনও পর্যন্ত দেশের সিনেমা হলগুলিতে মুক্তি পায়নি ছবিটি । তবে মুম্বই ফিল্ম ফেস্টিভালে এবছর ছবির প্রিমিয়ার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *