অ্যামাজনের জন্য ৫০লক্ষ ডলার দিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও

প্রকৃতি নিয়ে বরাবরই সোচ্চার লিওনার্দো ডিক্যাপ্রিও। পৃথিবীর জলবায়ু ও পরিবেশ পরিবর্তন মোকাবিলায় জরুরি ভিত্তিতে কাজ করার লক্ষ্য নিয়ে অস্কারপ্রাপ্ত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও তাঁর দুই বন্ধু লরিন পাওয়েল জবস ও ব্রিয়ান শেথকে নিয়ে তৈরি করেছেন আর্থ অ্যালায়েন্স। জুলাই মাসে দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন সংযুক্ত হয়ে যায় আর্থ অ্যালায়েন্সের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় অ্যামাজন পোড়ার একটি ছবি দিয়ে লিওনার্দো লেখেন, ‘পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজনকে। অথচ এটি পুড়ছে দুই সপ্তাহ ধরে, কিন্তু কোনো মিডিয়া কভারেজ নেই। এটা কেন?’ লিওনার্দোর প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্সের মাধ্যমে দাবানলে ক্ষতিগ্রস্ত আমাজনকে বাঁচাতে ৫০ লক্ষ ডলার দেওয়ার অঙ্গীকার করেছেন। পৃথিবীর ফুসফুসকে বাঁচাতে এগিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। আর্থ অ্যালায়েন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, কো-অর্ডিনেশন অফ দ্য ইনডিজিনাস অর্গানাইজেশন অফ দ্য ব্রাজিলিয়ান অ্যামাজনসহ ইনস্টিটিউটো কাবু, ইনস্টিটিউটো রাওনি ও ইনস্টিটিউটো সোশিও অ্যামবিয়েন্টাল পেতে যাচ্ছে এই অর্থ সহায়তা। তাঁর এমন সচেতনতার বিষয়টি বিশ্বের অন্য তারকাদেরও অনুপ্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *