আইকন অফ গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হল রজনীকান্তকে

গত ২ নভেম্বর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী  প্রকাশ জাওড়েকর ঘোষণা করেছিলেন যে, রজনীকান্তকে এ বছর IFFI-তে আইকন অফ গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ডের সম্মানে ভূষিত করা হবে। গোয়ায় শুরু হল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (IFFI) । এবছর ৫০ তম বর্ষে পা দিল এই উৎসব । শ্যামা প্রসাদ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত । উৎসবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আইকন অফ গোল্ডন জুবিলি পুরস্কারে সম্মানিত করা হয় দক্ষিণি মেগাস্টার  রজনীকান্তকে ।বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের উপস্থিতিতে থ্যালাইভার হাতে তুলে দেওয়া হয় স্মারক। তিনি মঞ্চে উঠতেই তাঁকে স্ট্যান্ডিং ওভেশন জানান উপস্থিত দর্শকরা।ওই অনুষ্ঠানের বেশকিছু ছবি নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে তুলে ধরেছে IFFI 2019। ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেশের অন্যতম সবচেয়ে প্রভাবশালী অভিনেতা রজনীকান্তের হাতে IFFI-এর আইকন অফ গোল্ডেন জুবিলির সম্মান তুলে দেওয়া হল। প্রায় চার যুগ ধরে ভারতীয় সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন রজনীকান্ত । তামিল, তেলেগু, কন্নড় ছাড়াও বলিউডেও কাজ করেছেন ।স্টেজে বক্তব্য রাখার সময় রজনীকান্ত বলেন, “এই সম্মানে আমাকে সম্মানিত করার জন্য ভারত সরকারকে অনেক ধন্যবাদ । এই পুরস্কার আমার প্রযোজক, পরিচালক ও টেকনিশিয়ানদের উৎসর্গ করলাম ।”বক্তব্য রাখার সময় রজনীকান্ত প্রসঙ্গে অমিতাভ বলেন, “রজনীকান্তকে আমার পরিবারের একজন বলেই মনে করি । আমরা দু’জনেই একে অপরকে পরামর্শ দিই । আবার কখনও পরামর্শে গুরুত্ব দিই না । আমি মনে করি সেটাই আসল সম্পর্ক ।”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর । ফ্রেঞ্চ অভিনেত্রী ইসাবেলে হাপার্টকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় । অনুষ্ঠানে লুইস ব্যঙ্কসের সঙ্গে পারফর্ম করেন শংকর মহাদেবন । এই চলচ্চিত্র উৎসব চলবে ৩০ নভেম্বর পর্যন্ত । প্রায় ৭৬টি দেশের ২০০টি সিনেমা দেখানো হবে উৎসবে। এছাড়াও ভারতীয় চলচ্চিত্র বিভাগে ২৬টি ফিচার ফিল্ম এবং ১৫টি নন-ফিচার ফিল্ম দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *