আধুনিক ‘গুপী-বাঘা’ দেব-রাহুল

‘গুপী গাইন, বাঘা বাইন’-এই নাম দুটি বাঙালীর ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে আছে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়ের অমরসৃষ্টি বাংলা সিনেমাকে বিশ্ব সিনেমার দরবারে পৌছে দিয়েছে। বাঙালীর শৈশবের এই নস্ট্যালজিয়াকে উস্কানী দিতে ফের একবার সিনে পর্দায় হাজির হচ্ছে গুপী-বাঘা। নেপথ্যে পরিচালক রঙ্গন চক্রবর্তী। তবে যুগের তালে আধুনিক রূপে আসছেন তাঁরা। ছবির নাম ‘গুপী বাঘা ইন হাফগানিস্তান’। নামভূমিকায় টলিউডের দুই অভিনেতা। সুপারস্টার দেব এবং তাঁর সঙ্গী হিসেবে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। পরিচালক নাকি অনেক দিন আগেই ‘গুপী গাইন, বাঘা বাইন’কে এরকম আধুনিকভাবে তুলে ধরার ভাবনা ভেবেছিলেন। কিন্তু নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে এবার বোধহয় হতে চলেছে। কারণ, প্রযোজক অভিনেতা দেব নাকি নিজেই এই ছবিটির জন্য যোগাযোগ করেছিলেন পরিচালক রঙ্গনের সঙ্গে। রঙ্গনের গল্পেও গুপী গান গায় এবং বাঘা বাজনদার। তবে টুইস্ট এই দুই বন্ধুর ভবিষ্যৎ পরিকল্পনায়। দু’জনেরই ইচ্ছে তাঁরা ব্যান্ড খুলবে। তবে বাদ সাধে গুপী-বাঘার পরিবার। সাধারণ আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারে যা সমস্যা হয় আর কী! এখানেও তাই। অতঃপর দুই বন্ধুই বাড়িছাড়া হন। এখানেই তাঁদের বর দিতে ‘ভুতের রাজা’ হয়ে ওঠে মহীন। ‘মহীনের ঘোড়াগুলি’র সূত্রই সম্ভবত এখানে টানতে চেয়েছেন রঙ্গন। সত্যজিৎ রায়ের ছবিতে যেমন গুপী-বাঘা আটকে দিয়েছিলেন শুণ্ডি-হাল্লার যুদ্ধ, মোক্ষম বুদ্ধি-বিবেচনায় পরাস্ত করেছিলেন হীরক রাজাকে, রঙ্গনের ছবিতেও গুপী-বাঘা তেমনই পরিস্থিতির চাপে পৌঁছে যাবে এক অশান্ত জায়গায়। যার নাম হাফগানিস্তান। ‘গুপী বাঘা ইন হাফগানিস্তান’ নামটা সেই কারণেই রাখা। হাফগানিস্তান নামের মধ্যে দিয়েই কি সীমান্তবর্তী কোনও অশান্ত এলাকার আভাস দিলেন পরিচালক?  সুরিন্দর ফিল্মসের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আবার দেবও প্রযোজনা করতে পারেন ‘গুপী বাঘা ইন হাফগানিস্তান’-এর। প্রসঙ্গত, ২০১৯-এই পঞ্চাশে পা দিয়েছে ‘গুপী গাইন, বাঘা বাইন’ ছবি। কাল্ট ছবিকে নিজস্ব আঙ্গিকে সাজানো যে বেশ ঝুঁকিপূর্ণ, তা বলাই যায়। সংগীতের দায়িত্বে থাকছেন দেবজ্যোতি মিশ্র। এবার দেখার দেবই কি প্রযোজনা করছেন, নাকি অন্য কেউ! কারণ, দক্ষিণারঞ্জন মিত্রের রচনা নিয়ে ‘হবুচন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী’ সাহিত্যনির্ভর ছবিটিরও প্রযোজনা করছেন দেব। সূত্রের খবর, এটি আধুনিক গুপী এবং বাঘার কাহন। চরিত্রের নাম বদলানোর সাহস করেননি পরিচালক। আর এটিও একটি মিউজিক্যাল ঘরানারই ছবি। কিন্তু সাহস করে গল্প একটু আধুনিক ছাঁচে ফেলে চিত্রনাট্য সাজিয়েছেন রঙ্গন। একেবারে নিজস্ব আঙ্গিকে। গুপীর ভূমিকায় দেব এবং বাঘার ভূমিকায় রাহুল বন্দ্যোপাধ্যায়। গুপী-বাঘাকে এই নয়া কনসেপ্টে দর্শকদের কাছে তুলে ধরার পুরো আইডিয়াটাই অবশ্য রঙ্গনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *