আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ বি-র ছয়টি সিনেমা নিয়ে স্পেশাল স্ক্রিনিং

প্রতিবছরই দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্তকে শ্রদ্ধা জানানো হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তাঁর জন্য রাখা হয় স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা। এবারেও কোনও ত্রুটি রাখা হবে না। এবারের দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা অভিতাভ বচ্চনের জন্য থাকছে এই বিশেষ অয়োজনের ব্যবস্থা। ৫০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বিগ বি-র ছয়টি সিনেমা। তাঁকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় চলচ্চিত্র বোর্ড। এবছর এই বিশিষ্ট অভিনেতার জন্য আলাদাভাবে একটি স্পেশাল সেকশন, আলাদা ভেন্যুর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। প্রতিটি সিনেমাই দর্শকরা ও ভক্তরা দেখতে পারবেন। পুরনো ও নতুন মিলিয়ে ছয়টি সিনেমা দেখানো হবে, সেগুলি হল, ব্ল্যাক ( ২০০৫), দিওয়ার ( ১৯৭৫), পিকু (২০১৫), সোলে (১৯৭৫), বাদলা( ২০১৯), পা( ২০০৯)। শোনা গিয়েছে, এই সবকটি সিনেমা মাল্টিপল স্ক্রিনিংয়ে ও বাফে দেখানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *