এবার রাজস্থানেও করমুক্ত ‘ছপক’

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আগেই করমুক্ত ঘোষণা করা হয়েছিল ‘ছপক’-কে। ১০ জানুয়ারি মুক্তি পায় মেঘনা গুলজার পরিচালিত এই ছবিটি।ছবিতে অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনীর উপর তৈরি ‘ছপক’। লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। অ্যাসিড আক্রান্ত হওয়ার পর তাঁর লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে। মুক্তির দিন রাতেই রাজস্থানে ছবিটি করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় । তারপরই সেকথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত।’ছপক’-কে করমুক্ত ঘোষণা করার পর অশোক গেহলত বলেন, “রাজস্থানে ‘ছপক’-কে করমুক্ত ঘোষণা করে আমরা খুব খুশি । আমাদের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষও । এই ছবিতে যে মেসেজ দেওয়া হয়েছে তা অনেকের চোখ খুলে দেবে ।” মূলত কংগ্রেস শাসিত রাজ্যগুলিতেই ছবিটিকে করমুক্ত করা হচ্ছে। ৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে কাপড় বেঁধে হামলা চালায় একদল দুষ্কৃতী । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের উপর হামলা চালায় তারা । জখম হন বেশ কয়েকজন । এই ঘটনার প্রতিবাদে সবর হয় বলিউডের একাধিক তারকা । পড়ুয়াদের পাশে দাঁড়ান তাঁরা । এরপর জখম পড়ুয়াদের দেখতে বিশ্ববিদ্যালয়ে যান দীপিকা। পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন। তবে তাঁর এই পদক্ষেপকে মোটেই ভালো ভাবে নেয়নি বিজেপি-র একাংশ। কেউ বলেন শুধুমাত্র প্রচারের জন্য সেখানে যান দীপিকা। আবার কেউ তাঁর ছবি বয়কটের ডাকও দেন। যদিও দীপিকার এই পদক্ষেপকে সমর্থন জানান বলিউডের একাধিক তারকা। এমনকী, তাঁর পাশে দাঁড়ায় কংগ্রেস সহ একাধিক বিরোধী দলগুলি। এরপরই কংগ্রেস শাসিত একাধিক রাজ্যে ‘ছপক’-কে করমুক্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *