এসভিএফ-উইন্ডোজের জোর টক্কর

তিন বছর আগে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বেলাশেষে’ বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল।  এবছর বড়দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির সিকুয়াল ‘বেলা শুরু’। সেইমতো গত বছর লক্ষীপুজোর দিনে ছবির ঘোষণাও করা হয়েছিল। কিন্তু তার আগেই মুক্তি পেয়ে যায় উইন্ডোজের কন্ঠ এবং গোত্র। কন্ঠতে পৃথার চরিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি ভারত-বাংলাদেশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পাওলি দাম। শিবপ্রসাদ-নন্দিতা প্রথমে ঠিক করেছিলেন এবছর পুজোতেই মুক্তি পাবে বেলা শুরু। কিন্তু পরে তাঁরা সেই জায়গায় গোত্র আনেন এবং ঠিক করেন বড়দিনে পর্দায় আসবে এই ফ্যামিলি ড্রামা। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে অন্য কথা। এসভিএফ ঘোষণা করেছে তাদের পরবর্তী ছবির। যেখানে বহুদিন পর তাদের সঙ্গে জুটি বেঁধেছেন দেব। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সিনেমার নাম এখনও ঠিক না হলেও তা যে প্রেক্ষাগৃহে আসবে পরের বছর মে মাসে তা জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই উইন্ডোজ সিদ্ধান্ত নেয় পরের বছর গরমের ছুটিতেই তাঁরা দর্শকের কাছে আনবে বেলা শুরু। প্রতি বছর নিয়ম করে এই সময় উইন্ডোজের ছবি মুক্তি পায়। এবার এসভিএফ-উইন্ডোজ একসঙ্গে হলে জোর টক্করের একটা সম্ভাবনা থেকেই যায়। ২০১৫ সালে এই সিনেমা উইন্ডোজের ব্লকব্লাস্টার। ফলে বলা বাহুল্য এবারও বক্স অফিসে তা বেশ ভালই সাড়া জাগাবে। অন্যদিকে ধ্রুবর পরিচালনায় দুর্গেশগড় হিট। ফলে দেবকে নিয়ে তাঁর নতুন ভাবনাও যে জমকালো হবে তা বোঝা যাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা। বেলাশেষে-র মতো ‘বেলা শুরু’-তে একই চরিত্রে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য সহ সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *