এয়ারফোর্স পাইলটের পোশাকে দেখা দিলেন বলিউড কুইন কঙ্গনা

হাতে থাকা একের পর এক ছবি ঘিরে কঙ্গনা রানাওয়াতের ব্যস্ততা এখন তুঙ্গে। এরই মাঝে প্রকাশ্যে এল কঙ্গনার পরবর্তী ছবি ‘তেজাস’-এর প্রথম লুক। এদিন এয়ারফোর্স পাইলটের পোশাকে দেখা দিলেন বলিউড কুইন। এই ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালার আরএসভিপি মুভিজ।  সারভেশ মেওয়ারা পরিচালিত এই ছবিতে বায়ুসেনার ভুমিকায় নজর কাড়বেন অভিনেত্রী। ২০১৯-এ প্রথম থেকেই পর্দায় ঝড় তুলেছিল উরি ছবি। সেখানেই পরিচালক সারভেশ মেওয়ারার হাতে নতুন পরিচিতি তৈরি করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। সেই তালিকাতে এবার নাম লেখালেন কঙ্গনা রানওয়াত। এবার পরিচালকের হাতে পরবর্তী তাস কঙ্গনা রানওয়াত। এই ছবিতে ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে দেখা যাবে কঙ্গনাকে। তেজাস ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান । আর সেই বিমানের নামেই ছবির নামকরণ করা হয়েছে । কেরিয়ারের প্রথম থেকেই অফবিট সিনেমার জন্য কঙ্গনা জনপ্রিয়। তাঁর বেশিরভাগ ছবিতে তিনিই ‘হিরো’, লাইমলাইট তাঁরই দিকে। ‘কুইন’, ‘মণিকর্ণিকা…’, ‘পঙ্গা’-তে তাঁর অভিনয় ক্ষমতা প্রশংসিত হয়েছে সব মহলেই। ‘পঙ্গা’ বক্স অফিসে বাজিমাত করেনি। কিন্তু কঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘তেজাস’-এ বায়ুসেনার একজন পাইলটের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে । এই ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করছেন তিনি । কঙ্গনার টিম ইনস্টাগ্রামে ‘তেজাস’-এর ফার্স্ট লুকের ছবি শেয়ার করেছে। ছবির সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘সেই সব সাহসী ও শক্তমনের মহিলাদের জন্য, যাঁরা ইউনিফর্মে দেশের জন্য দিনরাত আত্নত্যাগ করে চলেছেন।’  ‌ ইনস্টাতে শেয়ার হওয়া ছবিতে দেখা গিয়েছে কঙ্গনার পরনে আইএএফের পোশাক, চুল পরিস্কার করে খোঁপা করা এবং তাঁর চোখে সানগ্লাস। কঙ্গনার হাতে রয়েছে হেলমেট। তাঁর পেছনে পার্ক করা রয়েছে যুদ্ধবিমান। ছবির প্রথম ঝলক প্রকাশ করেই নজর কাড়ল এই সিনেমা। যুদ্ধ বিমানের পাশে ফ্লাইং স্যুটে কঙ্গনাকে দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তেরা।এই ছবি সম্পর্কে কঙ্গনা বলেছেন, ‘প্রতিরক্ষায় থাকা মহিলাদের আত্মবলিদান বেশিরভাগ সময়ই উপেক্ষিত থেকে যায়। সেই সব বীর নারীদের সম্মান জানিয়েই এই ছবি।’তেজাস’ এমন একটি ছবি যেখানে অভিনয় করে আমি গর্ববোধ করি । সেখানে বায়ুসেনার এমন একজন পাইলটের চরিত্রে আমি অভিনয় করছি যে নিজের থেকেও বেশি দেশকে গুরুত্ব দিয়েছে।’ ছবিতে নিজের চরিত্র নিয়ে কঙ্গনা বলেছেন, ‘ইউনিফর্ম পরার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তিনি,’ কঙ্গনা আরও বলেন, রণি স্যারের কাছে আমি কৃতজ্ঞ এবং অবশ্যই সারভেশ, যিনি অত্যন্ত সুন্দর একটি চিত্রনাট্য তৈরি করেছেন যেখানে সেনার হিরোইজম উদযাপদন করেছেন। তবে ছবিতে ইউনিফর্মে থাকাটাই আমার জীবনের বড় হাইলাইট হবে।’ প্রযোজক রনি বলেন, “এর আগে আমরা ‘উরি : দা সার্জিকাল স্ট্রাইক’-এর মতো ছবি তৈরি করেছিলাম । ভারতীয় বায়ুসেনার যে সব বীর পাইলটরা রয়েছেন ‘তেজাস’ তাঁদের উৎসর্গ করছি আমরা । এই ধরনের গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরে আমরা খুবই আনন্দিত। মনে হয় এর মাধ্যমে অনেক মহিলাই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করবেন।”  সারভেশ মেওয়ারা, তাঁর পরিচালিত ছবি তেজস নিয়ে বেশ উত্তেজিত। তিনি বলেন, ‘যখন আপনার ডেবিউ ছবি রণি ক্রুওয়ালার প্রযোজনায় হয় এবং কঙ্গনা রানাওয়াতকে মুখ্য চরিত্রে পাওয়া যায়, তখন স্বপ্নপূরণের অনুভূতি হয় বইকি।’ তেজাস’ ছাড়াও জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’-তে অভিনয় করছেন কঙ্গনা। জানা যাচ্ছে, জয়ললিতার জীবন নিয়ে বানানো ছবি ‘থালাইভি’র শ্যুট শেষ হতেই ‘তেজাস’-এর শুটিং শুরু করবেন তিনি। অন্যান্য চরিত্রে কে থাকবেন তা এখনও জানা যায়নি। ২০২১-এর এপ্রিলে মুক্তি পেতে চলেছে ‘তেজাস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *