কভার ড্রাইভ মারতে প্রস্তুতি নিচ্ছেন তাপসী পান্নু

এবার ক্রিকেট গ্রাউন্ডে নামলেন তাপসী পান্নু। শুরু করেছেন নিয়মিত প্র্যাকটিস। তবে কি অভিনয় ছেড়ে এবার ক্রিকেটে নাম লেখালেন অভিনেত্রী? না, একেবারেই তা নয়। এই সব কিছুই তিনি করছেন অভিনয়ের জন্যই। খুব শীঘ্রই তাপসীকে দেখা যাবে ক্রিকেটারের ভূমিকায়। টুইট করে সে কথা নিজেই জানালেন তিনি। আজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক  মিতালি রাজের জন্মদিন। ৩৭-এ পা দিলেন ডানহাতি এই ব্যাটসম্যান । ভারতের হয়ে T-২০-তে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে তাঁর । তিনটি T-২০ বিশ্বকাপ সহ মোট ৩২টি T-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন । ফ্যানদের কাছে ‘ভারতীয় মহিলা ক্রিকেটের লেডি টেন্ডুলকর’ বলেও পরিচিত তিনি । এবার তাঁর বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া । মিতালির জন্মদিনেই একথা ঘোষণা করা হয়েছে। ছবির নাম ‘শাবাস মিতু’। খেলোয়াড়দের নিয়ে ছবি মানেই একটা আলাদা উত্তেজনা। আর ক্রিকেটার হলে তো কথাই নেই। ভারতে ‘ক্রিকেট ফিভার’ বরাবরই বেশি। তাই মহেন্দ্র সিং ধোনির বায়োপিক সুপারহিট। কপিল দেবের মতো চরিত্র খুব শীঘ্রই ফুটে উঠবে পর্দায়। এবার সেই তালিকায় সংযোজিত হতে চলেছেন মিতালি রাজ। এই ছবিতে মিতালি-র চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। এই বিশেষ দিনে মিতালির সঙ্গে দেখা করেন তাপসী । কেকও কাটেন মিতালি । এরপর নিজের টুইটার হ্যান্ডেলে মিতালির জন্মদিনের বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি । ছবির ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখেন, “তোমার জন্য আমরা যথেষ্ট গর্বিত । অনস্ক্রিনে তোমার চরিত্র ফুটিয়ে তুলব ভেবে আমি খুবই আনন্দিত । জন্মদিনে তোমাকে কোন উপহার দেব আমি জানি না । কিন্তু, প্রতিজ্ঞা করছি যে তোমার চরিত্র ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করব । যা দেখে তুমি গর্ববোধ করবে ।” তাপসী টুইটে এও জানিয়েছেন এই চরত্রটির জন্য তিনি ক্রিকেটের অনুশীলন নিতেও শুরু করেছেন। প্র্যাকটিস করছেন কভার ড্রাইভ মারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *