করোনাঃ সরকারি তহবিলে ১ কোটি টাকা দিলেন মহেশ বাবু

করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইতিমধ্যেই মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা হোম আইসোলেশন। সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। বন্ধ সিনেমা সিরিয়ালের শুটিং। এর ফলে দিন আনা-দিন খাওয়া মানুষগুলির রোজগারও অনিশ্চিত হয়ে পড়েছে৷ ২১ দিনের লকডাউনে অনেকের মাথায় হাত পড়েছে, কারণ তাদের আয়ের পথ বন্ধ হয়েছে৷ তবে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে সরকার৷ এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু তারকা৷ রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণ, রাম চরণের পর এবং ফিল্ম ইন্ডাস্ট্রি ও সরকারি সংগঠনের হাতে ১ কোটি টাকা তুলে দিলেন সুপারস্টার মহেশ বাবু৷অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরকারের তহবিলে এই অর্থ দান করেন তিনি৷ নিজেই এই খবর তিনি ট্যুইট করে জানান৷ পাশাপাশি তিনি বলেন যে সকলে মিলে এই লড়াই চলবে৷ করোনা মোকাবিলায় সরকার যেভাবে কাজ করছে তাকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণী অভিনেতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *