করোনার কবলে হলিউডের বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী

সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মারণ করোনা ভাইরাসকে বিশ্বজনীন মহামারীর আখ্যা দিয়েছে। হলিউডেও এবার আক্রমণ করল করোনা ভাইরাস। হলিউডের বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রী রিটা উইলসনের শরীরেও মিলেছে করোনা ভাইরাস। টম হ্যাঙ্কস হলিউডের প্রথম সারির অভিনেতা এবং পরিচালক। স্ত্রী রিটাও অভিনেত্রী। তাঁদের দু’জনেরই বয়স ৬৩ বছর।   শুটিংয়ের জন্য এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন টম ও রিটা। সেখানেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় বাজ লুরমান পরিচালিত এলভিস প্রেসলির বায়োপিকের প্রি-প্রোডাকশনের কাজের জন্যই অস্ট্রেলিয়া গিয়েছিলেন হ্যাঙ্কস। ছবিতে প্রেসলির ম্যানেজার টম পার্কারের চরিত্রে অভিনয় করছেন টম। কিন্তু তাঁর শরীরে করোনা মেলায় ছবির শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু টম হ্যাঙ্কস বা তাঁর স্ত্রীই নয়, শুটিং দলের আরও বেশ কিছু সদস্য এই ভাইরাসে আক্রান্ত। সম্প্রতি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন দু’বারের অস্কারজয়ী এই অভিনেতা। টম জানিয়েছেন, ‘আমরা দু’জনেই খুব ক্লান্তি অনুভব করছিলাম। রিটার অল্প জ্বরও ছিল। সব কিছু ঠিক আছে কি না তা জানার জন্যই করোনাভাইরাসের পরীক্ষা করতে দেন চিকিত্‍সক। টেস্ট পজিটিভ। এবার কী করণীয়? কিছু পদ্ধতি রয়েছে যা এখন মেনে চলতে হবে। আমাদের আরও কিছু পরীক্ষা হবে, নজরে রাখা হবে এবং সবার থেকে আলাদা করে রাখা হবে। আপাতত এইটুকুই… দেখা যাক আগামীদিনে কী হয়।’ আপাতত তাঁদের দু’জনকেই আইসোলেশন ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই ১৩৬ জনের শরীরে এই ভাইরাস মিলেছে এবং তাঁদের মধ্যে তিন জনের মৃত্যুও হয়েছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন রোগ মোকাবিলায় ১৮ বিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করেছেন। হ্যাংকস এবং রিটার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *